

বুধবার ● ২ আগস্ট ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছার শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ে আলোকযাত্রা দলের কমিটি গঠণ ও কার্যক্রম শুরু
পাইকগাছার শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ে আলোকযাত্রা দলের কমিটি গঠণ ও কার্যক্রম শুরু
এস ডব্লিউ নিউজ ॥
উপকূলের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীল মেধা বিকাশ সংগঠণ ‘আলোকযাত্রা’ দলের নতুন কমিটি গঠিত হয়েছে পাইকগাছার গদাইপুরের শহীদ জিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে। ২৬ সদস্যের এ কমিটির নেতৃত্বে রয়েছে তিন পড়ুয়া। কমিটির কার্যক্রম তদারকিতে রয়েছে ৫ সদস্যের উপদেষ্টা পরিষদ।
কমিটি গঠনের পর ২০১৭ সালের কর্ম পকিল্পনা নির্ধারণ করে আলোকযাত্রা দল। কমিটি গঠণ উপলক্ষে বুধবার (২ আগস্ট) পাইকগাছার গদাইপুরে শহীদ জিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পাঠাগার কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জলি রাণী শীল, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান এবং উপকূল-সন্ধানী সাংবাদিক ও আলোকযাত্রা দলের উদ্যোক্তা রফিকুল ইসলাম মন্টু। আলোকযাত্রা দল গঠণের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিদ্যালয়ের পড়–য়াদের পক্ষে বক্তব্য দেয় দশম শ্রেণীর আয়শা সিদ্দিকা, নবম শ্রেণীর সারমিন সুলতানা বৃষ্টি, নবম শ্রেণীর ফারজানা আক্তার ময়না, সপ্তম শ্রেণীর রাসমনি সাধু, দশম শ্রেণীর সুরাইয়া ইয়াসমিন, অস্টম শ্রেণীর রমা দেবনাথ প্রমূখ। সভায় আলোকযাত্রা দল শহীদ জিয়া স্কুল শাখার ২০১৭ সালের কর্ম পরিকল্পনা গৃহিত হয়। পড়–য়ারা নিজেদের উদ্যোগে করতে পারে, এমন কিছু কাজ নির্ধারণ করা হয়।
কাজ গুলো হচ্ছে: ১) দেয়াল পত্রিকা প্রকাশ; ২) বৃক্ষরোপণ অভিযান; ৩) বিদ্যালয়ের শ্রেণী কক্ষ পরিস্কার; ৪) ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলে ফেরানোর উদ্যোগ; এবং ৫) লেখা পড়ায় অপেক্ষাকৃত পিছিয়ে শিক্ষার্থীদের সহায়তা করা। ২০১৭ সালে বছর জুড়ে এই কাজ গুলো করার পরিকল্পনা তৈরি করে পড়ুয়া। সভায় আলোকযাত্রা দলের সদস্যদের সর্বসম্মতিতে শহীদ জিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী সুরাইয়া ইয়াসমিনকে দলনেতা-১, একই বিদ্যালয়ের অস্টম শ্রেণীর রমা দেবনাথকে দলনেতা-২ এবং একই বিদ্যালয়ের অস্টম শ্রেণীর রাজিয়া সুলতানাকে দলনেতা-৩ নির্বাচিত করা হয়। আলোকযাত্রা দলের কার্যক্রম পরিচালনায় সহায়ক হিসাবে শিক্ষক ও অভিভাবকদের পক্ষ থেকে ৫জনকে দলের উপদেষ্টা পরিষদে রাখা হয়।