শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

SW News24
বুধবার ● ২২ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » কৃষি » কম খরচে অধিক ফসল উৎপাদনে কৃষি যন্ত্রপাতির কোন বিকল্প নেই…..ড. মঞ্জুরুল আলম
প্রথম পাতা » কৃষি » কম খরচে অধিক ফসল উৎপাদনে কৃষি যন্ত্রপাতির কোন বিকল্প নেই…..ড. মঞ্জুরুল আলম
৫৩০ বার পঠিত
বুধবার ● ২২ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কম খরচে অধিক ফসল উৎপাদনে কৃষি যন্ত্রপাতির কোন বিকল্প নেই…..ড. মঞ্জুরুল আলম

---
শেখ আব্দুল মাজিদ, চুকনগর, খুলনা ॥
কম খরচে অধিক ফসল উৎপাদনে আধুনিক কৃষি যন্ত্রপাতির কোন বিকল্প নেই বলেছেন কৃষিবিদ প্রফেসর ড. মঞ্জুরুল আলম। তিনি মঙ্গলবার বেলা ১২টায় খুলনার ডুমুরিয়া উপজেলার বরাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষি যন্ত্রপাতি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন। এপ্রোপিয়েট স্কেল ম্যাকানাজেশন হনোভেশন হাব (এএসএমআইএইচ) কৃষি শক্তি ও যন্ত্রবিভাগ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের আয়োজনে ও ইলিয়ন বিশ্ববিদ্যালয় ইউএসএইড এর অর্থায়নে এবং ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগীতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার সুরজিৎ সরকারের সার্বিক তত্বাবধায়নে এবং প্রফেসর ড. আশিক-ই-রব্বানীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন, কৃষিবিদ প্রফেসর ড. ডিন মোশারফ হোসেন, প্রফেসর ড. আইয়ুব হোসেন, প্রফেসর ড. রোস্তম আলী, প্রফেসর ড. ডিন গজেন্দ্রসিংহ, প্রফেসর ড. এলান সি হাং সাং, প্রফেসর ড. প্রশন্ত কুমার কালিতা, প্রজেক্ট ম্যানেজার প্রফেসর ড. টিম, প্রফেসর ড. চয়ন কুমার সাহা, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, হুমায়ুন কবির, প্রবির কুমার অধিকারী, ইউপি সদস্য শেখ সিরাজ উদ্দিন, প্রান্তিক কৃষক নূর মোহাম্মাদ মোড়ল, অরিনন্দম মল্লিক, শিক্ষক সমেন মল্লিক, নবদ্বীপ মল্লিক, ইসলাম বিশ্বাস, আসমা খাতুন প্রমুখ।





আর্কাইভ