বুধবার ● ২১ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » শীতকে সামনেরেখে মাগুরায় লেপ-তোষক কারিগরদের ব্যস্ততা
শীতকে সামনেরেখে মাগুরায় লেপ-তোষক কারিগরদের ব্যস্ততা

মাগুরা প্রতিনিধি:
আগাম শীতের আগমনী বার্তায় মাগুরায় লেপ-তোষক কারিগররা ব্যস্ত সময় কাটাচ্ছে।
গত কয়েক দিন এমনই চিত্র ফুটেউঠেছে মাগুরার লেপ-তোষক পল্লী খ্যাত ভায়নার মোড় থেকে শুরু করে মাগুরা সরকারী কলেজ গেট পর্যন্তু লেপ-তোষকের দোকান গুলোতে। মাগুরার মসলা গবেষণার আবহাওয়া অফিসের বরাত দিয়ে মিঞা মনিরুজ্জামান জানান, এখন দিন দিন তাপমাত্র কমে আসছে। গতকাল দিনের বেলা সর্বনিম্ন তাপমাত্র ছিল ১৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস আর শেষ রাত্রে ছিল এই তাপমাত্র অনেকাংশে কমে আসে।
মাগুরা সদর সহ শ্রীপুর,শালিখা ও মোহাম্মদপুর উপজেলা ঘুরে দেখা যায় লেপ-তোষক তৈরির কারিগর ও ব্যবসায়ীরা ব্যস্ত হয়ে পড়েছে পুরোদমেই। মাগুরা সদর উপজেলাতে ৪০ টি,শ্রীপুর উপজেলাতে ২০ টি,শালিখা উপজেলাতে ২৫টি এবং মহাম্মাদপুর উপজেলাতে ২২ টি লেপ-তোষকের দোকান রয়েছে। মাগুরা সদর সহ চার উপজেলাতে লপ-তোষকের দোকানে প্রায় ২৫০জনের মত কারিগর নিয়মিত কাজ করছে।হিরোক বিছনা ঘরের কারিগর মো: আছাদ শেখ জানান, প্রতিদিন প্রায় ১৫ থেকে ১৮ টি করে লেপ তৈরির অডার পাচ্ছি গত সপ্তাহে যেখানে অডার পেতাম মাত্র ৩টা থেকে ৫টা।শ্রীপুর উপজেলার নাকোল বাজারের মা বেডিং হাউজ এর মালিক মো:পলাশ বলেন,বছরের এই সময়ে আমাদের আই ইনকাম অন্য সময়ের চেয়ে ডাবলেরও বেশী। লেপ-তোষকের দ্কোনদার মো:হিরোক জানান,৫ কেজি তুলা দিয়ে তৈরি করা লেপ বিক্রি হচ্ছে এক হাজার থেকে দেড় হাজার টাকাতে। অপর ব্যবসায়ী মো:হাবিবুর রহমান হাবিব জানান, গত বছরের চেয়ে ২৫০ টাকা থেকে ৩০০ টাকা বেশী বাজার দরে লেপ বিক্রয় হচ্ছে। কারণ গত বছরের চেয়ে এবার লেপের তুলার বাজার দর একটু বেশী তাই লেপের দামও একটু বেশী। অপর দিকে বেড়েছে কারিগরদের মজুরি।






১২০কোটি টাকা ব্যয়ে পাইকগাছায় কড়ুলিয়া সেতু’র প্রায় ৬০ ভাগ কাজের অগ্রগতি
মাগুরায় শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নেতৃবৃন্দের নামে অপপ্রচার,মন্দিরের রান্না ঘর দখল চেষ্টায় নগর পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ
নড়াইল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক, সম্পাদক লাবলু
ঢাকাস্থ আশাশুনি উপজেলা সমিতির প্রথম ইফতার মাহফিল অনুষ্ঠিত
আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত
মাগুরা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণ সম্পন্ন
আশাশুনির চাপড়া বেড়ী বাঁধে আবারও ভয়াবহ ভাঙ্গন, আতঙ্কিত এলাকাবাসি
বিভাগীয় ও জেলা পর্যায়ে বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড -২০২৪ পেলেন নড়াইলের সতেজ 