

বৃহস্পতিবার ● ৬ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস
৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস
মাগুরা প্রতিনিধি : ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস । ১৯৭১ সালের এইদিনে মাগুরা পাক হানাদার মুক্ত হয় । তৎকালিন মাগুরা মহকুমায় সর্বদলীয় সংগ্রাম পরিষদসহ বিভিন্ন নামে গঠিত মুক্তি বাহিনী পাক হানাদারদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে । মুক্তি বাহিনীর পাশাপাশি ৬ ডিসেম্বর আকাশপথে মিত্র বাহিনী বিমান হামলা চালায় । মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর যৌথ বাহিনীর আক্রমনে দিশেহারা হয়ে ৭ ডিসেম্বর পাকিস্তানি হানাদার ও তাদের দোসররা মাগুরা থেকে কামারখালী হয়ে ফরিদপুরের দিকে পালিয়ে যায় । ৭ ডিসেম্বর সকালে মাগুরা পুরোপুরি পাক হানাদার মুক্ত হয় । মুক্তি বাহিনী বিজয়ের বেশে শত্রুমুক্ত মাগুরা শহরে প্রবেশ করে । মুক্তিযোদ্ধারা গোটা শহরের নিয়ন্ত্রণভার গ্রহন করে । মুক্তিকামী মানুষের মিছিলে পরিণত হয় গোটা মাগুরা শহর । শহরসহ গ্রামের মুক্তি পাগল মানুষ বাংলাদেশের পতাকা নিয়ে মিছিল করতে থাকে সর্বত্র । শহরসহ গ্রামের বিভিন্ স্থানের সর্বত্র পতপত করে উড়তে থাকে স্বাধীন দেশের খচিত পতাকা ।
মাগুরা মুক্ত দিবস উপলক্ষে এবার জেলা প্রশাসন ৭ ডিসেম্বর দিনব্যাপী ব্যাপক কর্মসূচী গ্রহন করেছে । কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল সাড়ে নয়টাই বণাঢ্য র্যালী,সকাল দশটাই আলোচনা সভা , সন্ধ্যা ৭ টাই ব্লাক আউট ,মোমবাতি প্রজ্জলন ও রাতে স্থানীয় জাতীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শহরের নোমানী ময়দানে অনুষ্ঠিত হবে।