বৃহস্পতিবার ● ৬ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস
৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস

মাগুরা প্রতিনিধি : ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস । ১৯৭১ সালের এইদিনে মাগুরা পাক হানাদার মুক্ত হয় । তৎকালিন মাগুরা মহকুমায় সর্বদলীয় সংগ্রাম পরিষদসহ বিভিন্ন নামে গঠিত মুক্তি বাহিনী পাক হানাদারদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে । মুক্তি বাহিনীর পাশাপাশি ৬ ডিসেম্বর আকাশপথে মিত্র বাহিনী বিমান হামলা চালায় । মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর যৌথ বাহিনীর আক্রমনে দিশেহারা হয়ে ৭ ডিসেম্বর পাকিস্তানি হানাদার ও তাদের দোসররা মাগুরা থেকে কামারখালী হয়ে ফরিদপুরের দিকে পালিয়ে যায় । ৭ ডিসেম্বর সকালে মাগুরা পুরোপুরি পাক হানাদার মুক্ত হয় । মুক্তি বাহিনী বিজয়ের বেশে শত্রুমুক্ত মাগুরা শহরে প্রবেশ করে । মুক্তিযোদ্ধারা গোটা শহরের নিয়ন্ত্রণভার গ্রহন করে । মুক্তিকামী মানুষের মিছিলে পরিণত হয় গোটা মাগুরা শহর । শহরসহ গ্রামের মুক্তি পাগল মানুষ বাংলাদেশের পতাকা নিয়ে মিছিল করতে থাকে সর্বত্র । শহরসহ গ্রামের বিভিন্ স্থানের সর্বত্র পতপত করে উড়তে থাকে স্বাধীন দেশের খচিত পতাকা ।
মাগুরা মুক্ত দিবস উপলক্ষে এবার জেলা প্রশাসন ৭ ডিসেম্বর দিনব্যাপী ব্যাপক কর্মসূচী গ্রহন করেছে । কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল সাড়ে নয়টাই বণাঢ্য র্যালী,সকাল দশটাই আলোচনা সভা , সন্ধ্যা ৭ টাই ব্লাক আউট ,মোমবাতি প্রজ্জলন ও রাতে স্থানীয় জাতীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শহরের নোমানী ময়দানে অনুষ্ঠিত হবে।






১২০কোটি টাকা ব্যয়ে পাইকগাছায় কড়ুলিয়া সেতু’র প্রায় ৬০ ভাগ কাজের অগ্রগতি
মাগুরায় শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নেতৃবৃন্দের নামে অপপ্রচার,মন্দিরের রান্না ঘর দখল চেষ্টায় নগর পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ
নড়াইল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক, সম্পাদক লাবলু
ঢাকাস্থ আশাশুনি উপজেলা সমিতির প্রথম ইফতার মাহফিল অনুষ্ঠিত
আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত
মাগুরা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণ সম্পন্ন
আশাশুনির চাপড়া বেড়ী বাঁধে আবারও ভয়াবহ ভাঙ্গন, আতঙ্কিত এলাকাবাসি
বিভাগীয় ও জেলা পর্যায়ে বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড -২০২৪ পেলেন নড়াইলের সতেজ 