মঙ্গলবার ● ৬ আগস্ট ২০১৯
প্রথম পাতা » কৃষি » নিরাপদ দুধ উৎপাদনে এন্টিবায়োটিক ব্যবহারে দুগ্ধ খামারীদের সচেতনতার উপর প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
নিরাপদ দুধ উৎপাদনে এন্টিবায়োটিক ব্যবহারে দুগ্ধ খামারীদের সচেতনতার উপর প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

শেখ আব্দুল মজিদ, চুকনগর, খুলনা:
তালা ও ডুমুরিয়া সীমান্ত বর্তী শেখের হাটে ব্র্যাক ডেইরী এন্ড ফুড প্রজেক্ট এর উদ্যোগে রিজিওনাল ম্যানেজার ডাঃ মোঃ আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে গতকাল মঙ্গলাবার বেলা ১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ব্র্যাক দুধ চিলিং সেন্টার এর সামনে নিরাপদ দুধ উৎপাদনে এন্টিবায়োটিক ব্যবহারে দুগ্ধ খামারীদের সচেতনতার উপর প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলার প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা সঞ্জয় কুমার বিশ্বাস, সাবেক আর,এম মোঃ আব্দুল দাইয়ান, এরিয়া ম্যানেজার মোঃ নজরুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী স্বদেশ কুমার ঘোষ, মোঃ মনোয়ারুল হক-ইনচার্জ ব্র্যাক ডেইরী এন্ড ফুড প্রজেক্ট খামারীদের মধ্যে উপস্থিত ছিলেন আলামিন হোসেন লাল্টু, বনমালী কুমার ঘোষ, মোঃ সিরাজ মোড়ল, নাসির মোড়ল, পরেশ কুমার ঘোষ, পবিত্র ঘোষ, মোঃ নওয়াবালী আকুঞ্জী, আব্দুল হাই শেখ সহ কমপক্ষে দেড় শত জন খামারী কর্মশালয় উপস্থিত ছিলেন। এ দিকে দুগ্ধ খামারীরা ব্র্যাক ডেইরী কর্মকর্তাদের কাছে অভিযোগ করে বলেন আমাদের গাভী পালনে অতিরিক্ত লোকসান হচ্ছে। কারন গো-খাবারের যে পরিমান দাম বেড়েছে সে পরিমান আমরা দুধ পাচ্ছি না আবার দুধের দাম ও অনেক কম। যদি এক কেজি দুধ ৪০ থেকে ৪৫ টাকা দরে বিক্রয় করিতে পারতাম তাহলে এ লোকসানটা আমাদের হতো না। তবে আমরা যারা খামারীগণ নিরাপদ দুধ উৎপাদনে এন্টিবায়োটিক ব্যবহারে দুগ্ধ খামারীদের সচেতনতার উপর কর্মশালয় উপস্থিত হয়েছি আমাদের দাবী ব্র্যাক ডেইরীর উর্দ্ধতন কর্মকর্তাদের প্রতি দুধের দাম বৃদ্ধি করিতে জোর দাবী রইলো।






পাইকগাছায় আমন ধান কাটা উৎসব শুরু
পাইকগাছায় আপনা আপনি জন্ম নেয়া একটি ডাট শাক ৯ ফুটের বেশী উচু হয়েছে
পাইকগাছায় হলুদ চাষে লাভবান হচ্ছেন কৃষক
কেশবপুরে ড্রাগন চাষে সাড়া ফেলেছেন তরুণ উদ্যোক্তা নান্টু সাহা
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ
অগ্নিশ্বর কলা চাষে নজর কেড়েছেন অলক বিশ্বাস
মাগুরায় ধানের দাম কম বিপাকে কৃষক
মোন্থার ঝড়ো বাতাসে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের ধান মাটিতে পড়ে ব্যাপক ক্ষতি
শ্রীপুরে ৪ হাজার ৫’শ ২০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
বিদেশ ফেরত সিদ্দিক মুন্সীর বারোমাসি সবজি চাষে ভাগ্য বদল 