বৃহস্পতিবার ● ২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » সুন্দরবন » পাইকগাছার কপোতক্ষ নদে জালে আটকা পড়ে একটি শুশুক মারা গেছে
পাইকগাছার কপোতক্ষ নদে জালে আটকা পড়ে একটি শুশুক মারা গেছে

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছাঃ পাইকগাছার কপোতাক্ষ নদে জেলেদের জালে আটকা পড়ে একটি শুশুক মারা গেছে। শুশুকটি বুধবার রাতে উপজেলার রাড়–লী স্টিমার ঘাট নামক এলাকায় জেলেদের পাটা জালে আটকা পড়ে। তালার উপজেলার খেশরা গ্রামের আলাউদ্দীনের জালে পড়ে শুশুকটি মারা গেছে বলে স্থানীয়রা জানিয়েছে। ভোর বেলায় আলাউদ্দীন জাল থেকে তুলতে যেয়ে দেখে জালে জড়িয়ে শুশুকটি মারা গেছে। সে জাল থেকে শুশুকটি ছাড়িয়ে রাড়–লী পাড়ে কপোতাক্ষের চরে ফেলে রেখে যায়। নদের পূর্বপাড় রাড়–লী পশ্চিমপাড় তালা উপজেলার খেশরা গ্রাম। শুশুকটি দেখার জন্য উৎসুক জনাতার ভীড় দেখা যায়। দুপুরে স্থানীয় বালি শ্রমিকরা শুশুকটিকে নদের পানিতে ভাসিয়ে দেয়।
শুশুক স্বাদুপানির
বিপন্ন স্তন্যপায়ী প্রাণী। শুশুকের পিঠের দিকে ধুসর ও পেটের দিকে সাদাটে। ডলফিন আর শুশুক ঠিক একনয়। আকৃতি ও প্রকৃতির দিক দেয় সামান্য পার্থক্য হলেও শুশুক ইরাবতি ডলফিনের সম্প্রদায়ের অর্ন্তভুক্ত। শুশুক স্তান্যপায়ী প্রাণী হওয়ায় তাকে শ্বাস নিতে পানির উপরে আসতে হয়। বিপন্ন প্রজাতির এই প্রাণীটি সুন্দরবন এলাকায় আবাসস্থল হলেও মাঝে মধ্যে খাবারের সন্ধানে কপোতাক্ষ বা শিবসা নদীতে আসে।






জেলা সিভিল সার্জন আকর্শিক পরিদর্শন করলেন পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স
সুন্দরবন পার্শ্ববর্তী অঞ্চলে ঐতিহ্যবাহী বনবিবি পূজা অনুষ্ঠিত হলো
পলিথিন ও প্লাস্টিক সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি
সুন্দরবনে বনদস্যুরা বেপরোয়া হয়ে উঠেছে
সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকা পড়া বাঘ উদ্ধার
প্রজনন মৌসুম সুন্দরবনে কাঁকড়া ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা শুরু
লোনাপানির সুন্দরবন ও উপকূলীয় বালুচরে নিচে লুকিয়ে আছে মিঠাপানির ভান্ডার
সুন্দরবনে নিখোঁজের দুইদিন পর প্রবাসী নারী পর্যটকের মরদেহ উদ্ধার
সুন্দরবনে রাস পূজায় আটক ৩২ হরিণ শিকারিকে কারাগারে প্রেরণ
পাইকগাছায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা ও উন্নয়ন কর্মশালা 