রবিবার ● ১৫ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » খেলা » নড়াইলে জনপ্রতিনিধি ও গ্রামবাসীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নড়াইলে জনপ্রতিনিধি ও গ্রামবাসীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
ফরহাদ খান, নড়াইল ;
নড়াইলের নড়াগাতী থানার বাগুডাঙ্গা সিএমবি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনপ্রতিনিধি বনাম গ্রামবাসীদের মাঝে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল বিকেলে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নড়াগাতী থানার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারদের সঙ্গে স্থানীয় গ্রামবাসী প্রতিদ্বন্দ্বিতা করেন। খেলায় গ্রামবাসী দল বিজয়ী হন।
১-০ গোলে জনপ্রতিনিধি দলকে পরাজিত করেন গ্রামবাসী একাদশ। সন্ধ্যায় বিজয়ী দলকে ব্যতিক্রমী উপহার একটি ‘ঘোড়া’ দেয়া হয়। রানার্সআপ দলকে ২০ ইঞ্চি কাপ উপহার দেয়া হয়। জনপ্রতিনিধি বনাম গ্রামবাসীদের (৪৫ উর্ধ্ব) এ খেলাকে কেন্দ্র করে এলাকায় মিলনমেলা সৃষ্টি হয়।
পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহামুদুল হাসানের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন-কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনু সাহা। এছাড়া প্রধান বক্তা ছিলেন-যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য কাজী সরোয়ার হোসেন।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন-কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির সাধারণ সম্পাদক কাজী মাঈনুল ইসলাম পিপিএ বার, জেলা পরিষদের সদস্য খান শাহীন সাজ্জাদ পলাশ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মিজানুর রহমান, ঢাকা উত্তর মহানগর তাঁতী লীগের সভাপতি মোশাররফ হোসেন, বাঐসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চুন্নু শেখ, খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরকত উল্লাহ, পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী, নড়াগাতী থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিয়াউর রশিদ রূপম, কালিয়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রশান্ত দাসসহ অনেকে।






মাগুরায় জেলাপর্যায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের বাছাই সম্পন্ন
মাগুরায় বিসিবির বিভাগীয় কোচের অধীনে ক্রিকেট প্রশিক্ষণ শুরু
মাগুরায় ত্রিমাত্রিকের উদ্যোগে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা
মাগুরায় দুইদিন ব্যাপী শীতকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় দুইদিন ব্যাপী শীতকালীন প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় বড়লিয়া গ্রামে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা
মাগুরায় দিনব্যাপী অনূর্ধ্ব-১৬ ( বালক-বালিকা) ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন
পাইকগাছায় শীতের রাতে জমে উঠেছে ব্যাডমিন্টন খেলা
মাগুরায় ইয়াং টাইগার্স অনুর্ধ্ব -১৮ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরার মঘী মাঠে হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা 