বৃহস্পতিবার ● ২১ মার্চ ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » কালিয়ায় বিদ্যালয়ের কমিটি বাতিলসহ প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন
কালিয়ায় বিদ্যালয়ের কমিটি বাতিলসহ প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

ফরহাদ খান, নড়াইল; ড়াইলের কালিয়া উপজেলার চাপাইল মূলশ্রী বাগুডাঙ্গা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত আহবায়ক কমিটি বাতিলসহ প্রধান শিক্ষক মাহফুজা খাতুনের অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । অভিভাবক ও শিক্ষার্থীদের আয়োজনে বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন-জামিল শেখ, নান্টু কাজী, হিটু মল্লিক, হেলাল কাজী, টিটুল শেখ, গোলাম কবির তপন, শিক্ষার্থী সায়মা, মৌ ইসলাম, রাকিবুল ইসলাম দিপু, আরমিনা, তামিম কাজী, জামিল শেখ, মালিকা, মাহিয়া, আনিকাসহ অনেকে।
বক্তারা বলেন, প্রধান শিক্ষক মাহফুজা খাতুন নিয়ম-নীতির তোয়াক্কা না করেই চাপাইল মূলশ্রী বাগুডাঙ্গা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির আহবায়ক করেছেন বায়েজিদ মোল্যাকে। স্বজন প্রীতির মাধ্যমে বায়েজিদকে আহবায়ক করা হয়েছে। বিদ্যালয়ে পড়ালেখার মান উন্নয়নে তিনি (বায়েজিদ) কোনো ভূমিকা রাখতে পারবেন না। এ অবৈধ কমিটি বাতিলসহ প্রধান শিক্ষকের অপসারণ দাবি করছি। দাবিপূরণ না হলে ক্লাস বর্জনসহ বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন বক্তারা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ যশোর শিক্ষা বোর্ড থেকে বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে বায়েজিদ মোল্যাকে পরিচালনা কমিটির আহবায়ক করা হয়েছে। এরপর ওই কমিটি বাতিলের দাবি করেন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিভিন্ন পেশার মানুষ। এর আগে বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অধ্যাপক কাজী নাফিউল মজিদ।
এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা খাতুন বলেন, নিয়ম মেনে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নামসহ (ইউএনও) তিনজনের নাম যশোর শিক্ষা বোর্ডে পাঠানো হয়। তিনজনের মধ্যে বোর্ড কর্তৃপক্ষ বায়েজিদ মোল্যাকে আহবায়ক হিসেবে অনুমোদন দিয়েছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের আহবায়ক বায়েজিদ মোল্যা বলেন, এলাকার সামাজিক ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি সবাইকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে চাই।






মাগুরায় শীতার্ত দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরন
পাইকগাছায় ৯ বছরের শিশু কন্যা নিখোঁজ
পাইকগাছায় কৈশোর কার্যক্রম ও উপজেলা দিবস উদযাপন
শ্যামনগরে পরিবারে আয় বাড়াতে ও পুষ্টির চাহিদা পূরণে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
নড়াইলে কিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
পাইকগাছায় পুলিশ সুপারের মতবিনিময় ও সুধী সমাবেশ
উপকূলীয় পাইকগাছায় সিটিসিআরপি সড়কে বদলাচ্ছে যোগাযোগ ব্যবস্থা
মাগুরায় এলপিজি ব্যবসায়ী সমিতির মানববন্ধন
পাইকগাছায় নবাগত সিভিল জজ হযরত আলী’র যোগদান পরবর্তীতে মিট টুগেদার
তীব্র শীতে প্রাণীকুলের নাবিশ্বাস অবস্থা 