শুক্রবার ● ৩ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » খেলা » মাগুরায় ক্রীড়া সংগঠন ইয়াং স্টার একাডেমী ১৬তম প্রতিষ্ঠাবাষির্কী
মাগুরায় ক্রীড়া সংগঠন ইয়াং স্টার একাডেমী ১৬তম প্রতিষ্ঠাবাষির্কী

মাগুরা প্রতিনিধি : “চল মাঠে যাই, ক্রীড়াই পরিচয় ” এ শ্লোগান নিয়ে মাগুরার অন্যতম ক্রীড়া সংগঠন ইয়াং স্টার একাডেমী ১৬তম প্রতিষ্ঠাবাষির্কী পালন করেছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে শহরের নোমানী ময়দানস্থ মাগুরা অডিটোরিয়ামে মিলিত হয় জেলার ৪ শতাধিক খেলোয়াড়। তাদের নিয়ে সকাল ১০ টায় বর্ণাঢ্য এক র্যালী বের হয় শহরে। র্যালী শেষে অডিটোরিয়ামে ইয়াং স্টার একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহবায়ক মো: মনজুরুল ইসলাম কনকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন,একতা স্পোর্টস একাডেমীর প্রতিষ্ঠাতা কাজী আল আমিন । স্বাগত বক্তব্য রাখেন ইয়াং স্টার একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক বারিক আনজাম বারকি। বক্তব্য রাখেন মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য কাজী সানাউল হক তন্ময়,মো: মিজানুর রহমান মিজান ও আব্দুর রহিম প্রমুখ। ইয়াং স্টার একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক বারিক আনজাম বারকি বলেন,দীর্ঘ ১৬ বছর নানা সংগ্রাম ও প্রতিকুলতার মাঝে ইয়াং স্টার একাডেমী পথ চলছে। তবু আমরা হাল ছেড়ে দিইনি। এ একাডেমী থেকে অনেক কৃতি খেলোয়াড় তৈরি হয়েছে। এ সব কৃতি খেলোয়াড় দেশের ভালো ভালো টিমে ফুটবল খেলছে। আমরা চাই মাগুরায় তরণ খেলোয়াড়রা মাঠ মুখি হোক। সকল খেলোয়াড়কে মাঠমুখি করতে আমরা সবর্দা চেষ্টা করছি। একজন খেলোয়াড় তৈরি করতে আমি নিজের জীবনের অনেক কিছু ত্যাগ করেছি। মাগুরা জেলার বিভিন্ন ইউনিয়নসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়ে আমি তরুণ তৈরির কাজ করছি। প্রতিটি খেলোয়াড় যদি মাঠ মুখি না হয় তবে ভালো খেলোয়াড় তৈরি হবে না। একজন ভালো খেলোয়াড়ই মানুষের সেবা ও সহযোগিতা করতে পারে। খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিতে ইয়াং স্টার একাডেমী কাজ করে চলেছে। পড়াশুনার পাশাপাশি খেলাধুলা হোক,খেলাধুলা চাই। খেলাধুলা হোক সৃজনশীল জীবনের প্রতিচ্ছবি।






পাইকগাছা-কয়রার খেলোয়াড়রা আগামীতে জাতীয় দলে প্রতিনিধিত্ব করবে: এমপি প্রার্থী বাপ্পি
জুলাই শহীদ স্মৃতি মাগুরা ১ম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন; ভায়না ক্রিকেট একাডেমী জয়ী
মাগুরায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল ম্যাচে যশোর জেলা বিজয়ী
পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে ঘোড়া গরুর মল ; বিঘ্নিত হচ্ছে খেলার পরিবেশ
নড়াইলের কালিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ৩২ দলীয় হা-ডু-ডু খেলার উদ্বোধন
পাইকগাছায় দুর্গাপূজায় কড়ুলিয়া নদীতে নৌকা বাইচ
খুলনায় জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল এর শুভ উদ্বোধন
মাগুরায় আন্ত : প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পাইকগাছায় ইউএনও ফুটবল ও ভলিবল উভয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কর্মকর্তা একাদশ 