মঙ্গলবার ● ১১ মার্চ ২০২৫
প্রথম পাতা » অপরাধ » কয়রা থানার ওসির বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগ
কয়রা থানার ওসির বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগ
  খুলনার কয়রা উপজেলায় এক গৃহবধূর পলায়নের ঘটনায় থানায় পাল্টাপাল্টি  অভিযোগ দায়ের হওয়াকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনার জেরে  কয়রা থানার ওসি ইমদাদুল হকের বিরুদ্ধে একটি মহল উদ্দেশ্যমূলক মিথ্যা  প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই গৃহবধূ স্বামীর বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। তার স্বামী রাসেল আহমেদ কয়রা থানায় লিখিত অভিযোগ করেন। অন্যদিকে, গৃহবধূর পরিবার রাসেল আহমেদের বিরুদ্ধে যৌতুক, শারীরিক ও মানসিক নির্যাতন এবং মেয়েকে গুমের অভিযোগ এনে পাল্টা অভিযোগ দায়ের করে।
এদিকে, জমি-জমা সংক্রান্ত অন্যায় আবদার পূরণ না করায় ওসি ইমদাদুল হকের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ওসির বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারের চেষ্টা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযোগের দিন ওসি ইমদাদুল হক উভয় পক্ষের বক্তব্য শুনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তবে, একটি মহল তার বদলি চেয়ে উদ্দেশ্যমূলক প্রচারণা চালাচ্ছে এবং সীমিত পরিসরে মানববন্ধনের আয়োজন করছে।
এ বিষয়ে ওসি ইমদাদুল হক বলেন, আমি সব সময় নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করছি। আমার বিরুদ্ধে ছড়ানো মিথ্যা তথ্য সম্পূর্ণ উদ্দেশ্যমূলক।

      
      
      




    পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন    
    শ্রীপুরে  দু-গ্রুপের সংঘর্ষ আহত ৬, বাড়িঘর ভাঙচুর লুটপাট    
    পাইকগাছায় শিবসা নদীর চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবক উদ্ধার    
    বাসে অজ্ঞান পার্টির খপ্পরে শ্রমিক; আটক অজ্ঞান পার্টির সদস্য    
    পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় ভিক্ষুক সোহরাব আলীর মর্মান্তিক মৃত্যু    
    নড়াইলের কালিয়ায় দুই শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ, সহকর্মীদের মারধর !    
    পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ২ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা    
    কেশবপুরে মাদক ও পুলিশের পোশাকসহ একজন আটক    
    মাগুরার বলু গ্রামে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন    
    পাইকগাছায় মেয়ে ও মাকে নির্মমভাবে মারধর; থানায় অভিযোগ    