

বৃহস্পতিবার ● ৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ » শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে গৃহবধূর মৃত্যু
শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে গৃহবধূর মৃত্যু
মাগুরা প্রতিনিধি :মাগুরার শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুমি খাতুন (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) বিকেলে উপজেলার গয়েশপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমি খাতুন ওই গ্রামের আজগর হোসেনের স্ত্রী।
নিহত রুমি খাতুনের দেবর মাহবুবুর রহমান জানান, বুধবার বিকেলে ছাগলের জন্য কলার পাতা আনতে বাড়ির বাইরে যান ভাবি রুমি খাতুন। বাড়িতে ফেরার সময় গোয়ালঘরের টিনের বেড়ার সাথে স্পর্শ লাগে। এ সময় তিনি বৈদ্যুতিক শক খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আগে থেকেই বৈদ্যুতিক তার টিনের স্পর্শে সম্পূর্ণ গোয়ালঘর বিদ্যুতায়িত হয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি মারা যান।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, বিদুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত এক গৃহবধূকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।