

বৃহস্পতিবার ● ১০ জুলাই ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী -জেলা বিএনপির আহবায়ক মন্টু
বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী -জেলা বিএনপির আহবায়ক মন্টু
বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাইকগাছা পৌরসভা শাখার ১, ২ও ৫ নং ওয়ার্ড দ্বি-বার্ষিক সম্মেলনে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেছেন, বিএনপিকে সুসংগঠিত করতে হলে তৃনমুল পর্যায়ে থেকে সম্মেলনের মাধ্যমে করতে হবে। এর কোন বিকল্প নেই। এটা তারেক রহমানের নির্দেশনা। তিনি বলেন, দেড় যুগ বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি গুম খুন নির্যাতিত হয়েছে। সম্মেলনে ৫ আগস্টে পূর্বে যারা দলের কর্মকাণ্ডে নিষ্ক্রিয় ছিল, যারা পরোক্ষভাবে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল তাদের কমিটিতে স্থান ।না দেয়ার কথা বলেন। ভেদাভেদ ভুলে সকল কে ঐক্যের মাধ্যমে দলকে সুসংগঠিত করতে হবে। একটি রাজনৈতিক দল ইসলাম ধর্মের নাম তুলে ফায়দা হাসিল করতে চাই। সে ব্যাপারে দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকার কথা বলেন। বৃহস্পতিবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পাইকগাছা পৌরসভা বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুগ্ম আহ্বায়ক মোল্যা খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. মোমরেজুল ইসলাম, খান জুলফিকার আলী জুলু, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ ও সদস্য সচিব এস এম ইমদাদুল হক। পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকী, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ ও মোহর আলী অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন। এসময় উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক তহিদুজ্জামান মুকুল, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য এসএম এমদাদুল ইসলাম, শেখ শাহাদাত হোসেন ডাবলু, তুষার কান্তি মন্ডল, আবু তালেব, অ্যাড. একরামুল হক ও সরদার ফারুক হোসেন সহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে ১নং ওয়ার্ডে সেক্রেটারি পদে মোঃ রুহুল আমিন সরদার ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আব্দুর রহমান জনি’র প্রাপ্ত ভোট (২২)। আর সকল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ১নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আলী গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল হোসেন গাজী। ২নং ওয়ার্ডে সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সেক্রেটারি রুবেল সরদার এবং সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম গাজী। ৫নং ওয়ার্ডে সভাপতি শাহিবুদ্দীন আহম্মেদ, সেক্রেটারি মোশারফ হোসেন বাবলু এবং সাংগঠনিক সম্পাদক জিএম জাকির হোসেন। নির্বাচনের দায়িত্বে ছিলেন, মিজানুর রহমান মিজান, প্রণব কান্তি মন্ডল, অ্যাড. একরামুল হক এবং প্রভাষক আবু সাইদ।