

সোমবার ● ১৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » আশাশুনিতে পল্লীবন্ধু এরশাদের শাহাদাৎ বার্ষিকী পালন
আশাশুনিতে পল্লীবন্ধু এরশাদের শাহাদাৎ বার্ষিকী পালন
আশাশুনি : আশাশুনিতে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের ৬ষ্ঠ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৩ টায় আশাশুনি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিস মোড়ে উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আজাদ হোসেন টুটুলের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা এড. আলিফ হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির নেতা মাহবুবুর রহমান, মোসলেম উদ্দিন, ম্যনেজার ইলিয়স হোসেন প্রমূখ। বাদ আছর আশাশুনি সরকারি কলেজ মসজিদ ও বাজার জামে মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিকাল ৬ টায় চাপড়া বাসস্টান্ডে পথসভা অনুষ্ঠিত হয়।