

সোমবার ● ১৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্ধোধন
পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্ধোধন
খুলনার পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্ধোধন করা হয়েছে। ১৮ আগস্ট সোমবার সকালে র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত, বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরুস্কার প্রদান করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর কতৃক আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা একরামুল হোসেন, লোনা পানি কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুূুদুর রহমান, প্রাণীসম্পাদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতীম রায়,মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার,খাদ্য কর্মকর্তা হাসিবুর রহমান,উপজেলা প্রকৌশলী শাফিন সোহেব, উপজেলা প্রাইমারি শিক্ষা প্রশিক্ষন সেন্টার কর্মকর্তা (ইন্সট্রাক্টর ) মোঃ ঈমান উদ্দীন, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দিন, চিংড়ি চাষী ইলিয়াস হোসেন প্রমুখ। অনুষ্ঠানে মৎস্য খাত ও বাগদা পোনা সরবরাহে বিশেষ অবদান রাখায় ৪ জনকে পুরস্কৃত করা হয়।