

বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতার সম্মাননা
পাইকগাছায় ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতার সম্মাননা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা পৌরসভায় প্রথমবারের মতো ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতার সম্মাননা প্রদান করা হয়েছে। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে পৌরসভা মিলনায়তনে কর প্রদানে নাগরিকদের উৎসাহিত করতে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মাহেরা নাজনীন প্রধান অতিথি হিসেবে সেরা করদাতাদের হাতে ক্রেস্ট তুলে দেন। পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এমএম নূর আহমদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান, প্রধান সহকারী জিয়াউর রহমান, হিসাব রক্ষক মৃণাল কান্তি সানা, উপ-সহকারী প্রকৌশলী লিংকন আলীসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
২০২৪-২৫ অর্থবছরের সেরা করদাতা হিসেবে তিনটি প্রতিষ্ঠান এবং দুই ব্যক্তি এ সম্মাননা পান। সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় এবং পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ব্যক্তি পর্যায়ে আমিন উদ্দিন সানা ও এসএম ফয়সাল মাহমুদ অপু সেরা করদাতার সম্মাননা অর্জন করেন।