

রবিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » মাগুরায় থিয়েটার ইউনিটের দিনব্যাপী অভিনয় কর্মশালা
মাগুরায় থিয়েটার ইউনিটের দিনব্যাপী অভিনয় কর্মশালা
মাগুরা প্রতিনিধি: মাগুরায় থিয়েটার ইউনিটের দিনব্যাপী অভিনয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টায় মাগুরা প্রেসক্লাব চত্ত্বরে অভিনয় কর্মশালার উদ্বোধন করেন থিয়েটার ইউনিটের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম শফিক। থিয়েটার ইউনিট মাগুরার আয়োজনে এ অভিনয় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে নাট্যকর্মীদের নাটকের বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ দেন মাগুরা জেলা শিল্পকলা একাডেমীর নাট্যবিষয়ক প্রশিক্ষক মিনারুল ইসলাম জুয়েল ও থিয়েটার ইউনিটের সাধারণ সম্পাদক আল এমরান। এ অভিনয় কর্মশালায় থিয়েটার ইউনিটের পুরাতন ও নতুন সদস্যরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য,বাংলাদেশ গ্রুপ থিয়েটার অর্ন্তভুক্ত দল থিয়েটার ইউনিট মাগুরাসহ দেশের বিভিন্ন স্থানে পথ নাটক ও মঞ্চ নাটক প্রদর্শন করে সাফল্য অর্জন করেছে। পাশাপাশি তরুণ সদস্যদের নিয়ে অভিনয় কর্মশালাসহ নানা সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহন করে আসছে সংগঠনটি।