শনিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » বাগেরহাটে জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভা
বাগেরহাটে জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভা
বাগেরহাটে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় টেকসই পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভায় এ আহ্বান জানানো হয়।
অর্ধবার্ষিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ফোরামের সহ সভাপতি নার্গিস আক্তার ইভা। সভায় আরো উপস্থিত ছিলেন ফোরামের সম্পাদক শেখ আসাদুজ্জামান, অধিপরামর্শ সম্পাদক মোঃ কাম্রুজ্জামান, ইসরাত জাহান, এম এ সালাম শেখ, এস কে হাছিব প্রমুখ। সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সরকারি-বেসরকারি সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। অংশগ্রহণকারীরা বলেন, উপকূলীয় জেলা বাগেরহাট জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে একটি। লবণাক্ততা, ঘূর্ণিঝড়, নদীভাঙন ও অতিবৃষ্টি মানুষের জীবিকা ও নিরাপত্তাকে প্রতিনিয়ত হুমকির মুখে ফেলছে। এই সংকট মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
সভায় জানানো হয়, জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের লক্ষ্য হলো—জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ফোরামের অভিজ্ঞতা, সমস্যা ও সুপারিশ একত্র করে তা নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরা। এর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর কণ্ঠস্বর জাতীয় পর্যায়ের জলবায়ু অভিযোজন ও প্রশমন পরিকল্পনায় প্রতিফলিত হবে।
উদয়ন বাংলাদেশের সভাকক্ষে প্রতিনিধিরা বলেন, স্থানীয় বাস্তবতা ও জনগণের চাহিদা বিবেচনা করে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। সরকারি সংস্থা, এনজিও, গণমাধ্যম ও নাগরিক সমাজ একসঙ্গে কাজ করলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা অনেক সহজ হবে।
সভায় জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি, সম্পাদক, বিভিন্ন উপজেলার প্রতিনিধিসহ সাংবাদিক, নারী প্রতিনিধি ও তরুণ সমাজকর্মীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা সর্বসম্মতভাবে ভবিষ্যতে আরও বেশি সমন্বিত কার্যক্রম গ্রহণের অঙ্গীকার করেন।






মাগুরা জেলা আইন- শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
পাইকগাছায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
পাইকগাছার নতুন বাজারের দক্ষিণ প্রান্তের বাক যেভাবে সরলীকরণ করা হচ্ছে তাতে নতুন বাক তৈরি হবে; বাড়বে দূর্ঘটনা
পাইকগাছার গফুর গাজীকে বাঁচাতে বিত্তবানদের সহযোগিতা কামনা
মাগুরায় অসহায় হতদরিদ্র নারীদের মাঝে কম্বল বিতরণ
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত
মাগুরায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত
নড়াইল হানাদার মুক্ত দিবস আজ
পাইকগাছা থানায় নবাগত ওসি হিসেবে মোঃ গোলাম কিবরিয়ার যোগদান 