

রবিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » কেশবপুরে ৯৭ টি মন্দিরে শুরু হয়েছে শারদীয় দূর্গা উৎসব
কেশবপুরে ৯৭ টি মন্দিরে শুরু হয়েছে শারদীয় দূর্গা উৎসব
এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার একটি পৌর সভা ও ১১ টি ইউনিয়নে ৯৭ টি দূর্গা মন্দিরে রোববার থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শরদীয় দূর্গা পুজা।
শান্তিপূর্ণ পরিবেশে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দূর্গা উৎসব উৎযাপনের জন্য পুলিশ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছেন। শারদীয় দূর্গা উৎসবের আমেজকে আরো বাড়িয়ে দিতে সরকারি ভাবে প্রতি মন্দিরে ৫শ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
কেশবপুর পুজা উৎযাপন পরিষদ ও থানা পুলিশ সুত্রে জানাগেছে আজ ২৮ সেপ্টেম্বর থেকে শারদীয় দূর্গা উৎসব শুরু হয়েছে। উপজেলার একটি পৌর সভা ও ১১ টি ইউনিয়নে মোট ৯৭ টি দূর্গা মন্দিরে দূর্গা পূজা উৎযাপনের জন্য প্রতিমা তৈরীর কাজ শেষে সনাতন ধর্মাবলম্বীরা আনুষ্ঠানিক ভাবে দূর্গা উৎসব শুরু করেছেন। ৯৭ টি দূর্গা মন্দিরের মধ্যে ত্রিমোহীনি ইউনিয়নে ১ টি, সাগরদাঁড়ি ইউনিয়নে ১৩ টি, মজিদপুর ইউনিয়নে ৩ টি, বিদ্যান্দকাটি ইউনিয়নে ৬ টি, মঙ্গলকোট ইউনিয়নে ৫ টি, কেশবপুর সদর ইউনিয়নে ৭ টি, পাঁজিয়া ইউনিয়নে ৯ টি, সুফলাকাটী ইউনিয়নে ১২ টি, গৌরিঘোনা ইউনিয়নে ১৩ টি, সাতবাড়িয়া ইউনিয়নে ১২ টি, হাসানপুর ইউনিয়নে ৮ টি ও কেশবপুর পৌর সভায় ৭ টি। ইতিমধ্যে গত বৃহস্পতিবার রাতে উপজেলার নির্বাহী অফিসার রেখসোনা খাতুন ও উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ শরিফ নেওয়াজ বিভিন্ন অঞ্চলে পূজা মন্দিরে গিয়ে তাদের প্রস্তুতি পরিদর্শন করেছেন।
রোববার উপজেলার বিভিন্ন অঞ্চলে গিয়ে দেখা গেছে শান্তিপুর্ণভাবে চলছে দুর্গা পুজারার সকল কার্যক্রম। কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, এ বছর শারদীয় দূর্গা উৎসব খুব আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে দূর্গা উৎসব পালনের জন্য সরকার খুব আন্তরিক এবং আমাদেরও সকল প্রকার প্রস্তুতি রয়েছে । পুলিশের পাশাপাশি অতিরিক্ত আনসার ব্যাটেলিয়ান মোতায়ন করা হয়েছে।