

বৃহস্পতিবার ● ২ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
পাইকগাছায় প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
প্রতিমা বিসর্জন আর বিষাদের সুরে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পুজার আনুষ্ঠানিকতা শেষে পঞ্চমদিনে মর্ত্যলোক থেকে বিদায় নিলেন দেবী দুর্গা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বিষাদের সুরে শেষ হলো শারদীয় দুর্গাপূজা।
বিজয়া দশমীর পূজা দশমীর লগ্নের মধ্যে করা হয় বিজয়া দশমী বিহিত পূজা ও দেবীর দর্পণ বিসর্জন। বিকালে প্রতিমা বিসর্জনের প্রস্তুতির পাশাপাশি সিঁদুর খেলার আয়োজন শুরু হয়ে যায়। বৃহস্পতিবার মন্দিরে মন্দিরে বিবাহিত নারীরা অংশ নেন সিঁদুর উৎসবে ও মিষ্টি দানের আয়োজনে। তাদের স্বামী-সন্তানরা এবং অনেক ভক্ত শেষবারের মতো দেবীকে প্রণাম জানাতে মন্দিরে মন্দিরে সমবেত হন।
পাইকগাছা উপজেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও পৌরসভা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মণ্ডল জানান, উপজেলায় ১৪৫ টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার প্রায় ৫৫টির মত প্রতিমা বিসর্জন দেওয়া হয় আর বাকি ৯০টি প্রতিমা শুক্রবার বিসর্জন দেওয়া হবে। প্রতিমাগুলোকে স্থানীয় নদী বা জলাশয়ে বিসর্জন দেওয়া হয়।
দুর্গাপূজায় প্রতিমা বিসর্জন একটি গুরুত্বপূর্ণ ও আনন্দঘন অনুষ্ঠান, যা বিজয়া দশমীর দিনে অনুষ্ঠিত হয় এবং এর মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান এই উৎসবের সমাপ্তি ঘটে। এই দিনে মানুষ মনের ভেতরের আসুরিক প্রবৃত্তি যেমন কাম, ক্রোধ ও হিংসা বিসর্জন দিয়ে শান্তি ও সম্প্রীতির আকাঙ্ক্ষা জানায়। বিষাদ ও আনন্দ এক করে দেবী দুর্গাকে বিসর্জন দেন তারা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সাঙ্গ হলো দুর্গতিনাশিনীর বন্দনা।