রবিবার ● ২৬ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » সোমবার শুরু হচ্ছে ক্যাতায়নী উৎসব, চলছে বর্ণিল প্রস্তুতি
সোমবার শুরু হচ্ছে ক্যাতায়নী উৎসব, চলছে বর্ণিল প্রস্তুতি
শাহীন আলম তুহিন,মাগুরা থেকে : ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সোমবার থেকে মাগুরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হচ্ছে জেলার ঐতিহ্যবাহী ক্যাতায়নী উৎসব। পাঁচ দিনব্যাপী উৎসবের সমাপনী হবে আগামী শুক্রবার। ক্যাতায়নী পূজাকে ঘিরে ইতিমধ্যেই মন্ডপে মন্ডপে চলছে বর্ণিল প্রস্তুতি।
আয়োজকরা জানান, এবার উৎসবকে ঘিরে চলছে নানা প্রস্তুতি। দৃষ্টিনন্দন ইলেকট্রিক গেটের পাশাপাশি থাকবে রঙিন কাপড়ের কাঠের ফ্রেমের তৈরি আকর্ষণীয় গেট। দর্শনার্থীদের নজর কাটতে শহরের জামরুল তলা, সাহাপাড়া, সাতদোহা,পারনান্দুয়ালী সতিশ মাঝির বাড়ি, বটতলা,বদ্দীবাড়ি ও নিজনান্দুয়ালী নিতাই গৌড় গোপাল সেবাশ্রমে মন্ডপে চলছে আকর্ষণীয় গেট প্যান্ডেলের কাজ। এবারের উৎসবে আবহাওয়া ও পরিবেশ ভালো থাকায় প্রায় ১০ লক্ষ লোকের সমাগম ঘটবে বলে আয়োজকরা মনে করছেন। মাগুরার পার্শ্ববর্তী ঝিনাইদহ, যশোর, নড়াইল, ফরিদপুর, কুষ্টিয়া, রাজবাড়ী, মেহেরপুর, চুয়াডাঙ্গা, বাগেরহাট সাতক্ষীরা, খুলনা সহ সারাদেশের দর্শনার্থীরা ভিড় করবে এ উৎসবে। পাশাপাশি ভারত, নেপালসহ বিভিন্ন দেশের পর্যটকরাও এ উৎসবে আসে।
এ উৎসবটা ঘিরে প্রতিটি মণ্ডপের পাশে চলবে মেলা। এই মেলায় নারী শিশুদের পোশাক, খেলনা, চিনামাটি সামগ্রী, কসমেটিক, বিভিন্ন পুষ্টিকর খাবার পাওয়া যাবে। পূজা শেষ হয়ে গেলেও মেলা চলবে বেশ কিছুদিন।
পূজা মন্ডপে গেট প্যান্ডেল প্রস্তুত কারিগর কি আর্টের স্বত্বাধিকারী আব্দুল কুদ্দুস জানান, দুর্গাপূজার আগ থেকেই চলছে আমাদের প্রস্তুতি। এবার নতুন বাজারের ব্রিজে ৬০ ফুট উঁচু একটি গেট নির্মাণের প্রস্তুতি চলছে। এখানে বিভিন্ন রং বেরঙের কাপড়ের সমন্বয়ে গেট তৈরি করা হবে। যা দেখতে হবে আকর্ষণীয়। আমরা আশা করছি সোমবারের আগেই আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হবে।
সাহাপাড়ার পার্থপ্রতিম ঘোষ জানান, গতবছরের তুলনায় এবার আবহাওয়া ভালো থাকায় উৎসবের প্রস্তুতি ভালো। প্রতিবছর আমাদের জেলার পাশাপাশি ভিন্ন স্থানের নানা দর্শনার্থী পূজা দেখতে আসে। ঐতিহ্যবাহী এ পূজাতে ঘিরে শুরু হয়েছে অানন্দ উৎসব।
জেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কনক কান্তি সাহা জানান, এবার জেলায় ৮৭ টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে এ উৎসব। এরমধ্যে মাগুরা পৌরসভায় ২০ টি,সদরে ২০ টি, শালিখায় ২৫ টি,মোহাম্মদপুরে ১২ টি,শ্রীপুরে ১০ টি মন্ডপে পূজা হবে। পূজাকে ঘিরে প্রতিটি মণ্ডপে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। পুলিশ, আনসারের পাশাপাশি র্যাবের টহল জোরদার থাকবে। এবার আবহাওয়া ও পনিবেশ ভালো থাকায় উৎসবকে ঘিরে বর্ণিল আয়োজন চলছে। প্রতিটি মণ্ডপে ইলেকট্রিক গেটের আকর্ষণীয় আলোকসজ্জার থাকছে। দর্শনাথীদের নিরাপত্তার কথা বিবেচনা করে মন্ডপের পাশে,রাস্তার বিভিন্ন স্থানে থাকবে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক সদস্যরা।






“দেলুপি” মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি পাইকগাছায় কালের স্বাক্ষী হয়ে থাকবে -সংশ্লিষ্টদের অভিমত
শ্রীপুরে সাধু-গুরু-বৈষ্ণব সেবা ও মহাসম্মেলন
পাইকগাছায় রাস পূর্ণিমায় পূণ্যস্নান অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা পরিষদের শিশু পার্কের সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন
পাইকগাছায় আড়ম্বরপূর্ণ ভাবে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত
মাগুরায় নজরুল সংগীত এবং উচ্চাঙ্গ সংগীত প্রশিক্ষনের সমাপনী
নতুন কুঁড়িতে পাইকগাছার মেয়ে হৃদিষা রায় বৃন্দা চূড়ান্ত পর্বে উত্তীর্ণ
পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত
লালনের আদর্শে অন্যায় ও অবিচারমুক্ত জীবন ধারণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 