রবিবার ● ৫ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » চুকনগরে বাদুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে বহিরাগত কর্তৃক ছাত্রকে মারপিটের ঘটনায় অনির্দিষ্ট কালের জন্য ক্লাস বর্জন
চুকনগরে বাদুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে বহিরাগত কর্তৃক ছাত্রকে মারপিটের ঘটনায় অনির্দিষ্ট কালের জন্য ক্লাস বর্জন
![]()
শেখ আব্দুল মজিদ , চুকনগর, খুলনাঃ চুকনগরের বাদুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্র সাইফুল ইসলামকে বহিরাগত ব্যক্তি মারপিঠ ও লাঞ্চিত করার ঘটনায় বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জন করেছে। গতকাল রবিবার সকাল ১০টায় এ ঘটনার প্রতিবাদে তারা ক্লাস বর্জন করে। স্থানীয় সূত্রে জানা যায় নবম শ্রেণীর ছাত্র সাইফুল্লাহ বিশ্বাস ও তার সহপাঠীরা শনিবার বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলা করছিল। এ সময় ক্রিকেট বল ছুটে গিয়ে মাঠের পার্শ্ববর্তী বাড়ি রফিকুল ইসলামের রান্নাঘরের চালের উপর গিয়ে পড়ে। এতে রফিকুলের স্ত্রী ক্ষিপ্ত হয়ে ছাত্র সাইফুল্লাহকে চড়, থাপ্পড় ও জুতা পিটা করে। এ বিষয়ে ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষকসহ এলাকাবাসীর মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যেকোন মুহূর্তে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন এলাকার সাধারণ মানুষ। এরই প্রতিবাদ ও সুষ্ঠ বিচারের দাবীতে ছাত্র-ছাত্রীরা অনির্দিষ্ট কালের জন্য শনিবার থেকে ক্লাস বর্জনের ঘোষনা দিয়ে তারা বিদ্যালয় চত্বরে বিক্ষোভ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রধান শিক্ষক মোঃ রমজান আলী জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে ডুমুরিয়া থানায় রফিকুল সরদার ও তার স্ত্রী খাদিজা বেগমের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ নিয়ে থানায় যাচ্ছি। এ প্রসঙ্গে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন জানান, ঘটনাটি শুনেছি লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।






লোহাগড়ায় ফসলি জমি দখল করে মাটি ভরাট, বাঁধ নির্মাণ ও খননের অভিযোগ
মাগুরায় ভোটকেন্দ্রে বসানো সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
মাগুরায় ড্রিম মাশরুম সেন্টারের নামে বানোয়াট ও মিথ্যা প্রতিবেদনের বিষয়ে সংবাদ সম্মেলন
পাইকগাছায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় অগ্নিকাণ্ডে কলেজ কর্মচারীর বসতঘর পুড়ে ভস্মীভূত ; দুটি পশু দগ্ধ
পাইকগাছায় বিশেষ কম্বিং অপারেশনে অবৈধ নেটজাল জব্দ ও বিনষ্ট
নড়াইলে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও ৮০০ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেফতার ৪
পাইকগাছায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
তালায় খেয়া থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া রবিউলের লাশ উদ্ধার 