শনিবার ● ১৮ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় নালিশী সম্পত্তির উপর জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ
পাইকগাছায় নালিশী সম্পত্তির উপর জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় শরিফা খাতুন নামে এক গৃহবধূর বিরুদ্ধে নালিশী সম্পত্তির উপর জোরপূর্বক ঘর নির্মাণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অমর রঞ্জন মন্ডল বাদী হয়ে গৃহবধূর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাইকগাছা পৌরসভার ৪নং ওয়ার্ড সরল গ্রামের মনোরঞ্জন মন্ডলের ছেলে অমর রঞ্জন মন্ডল জানান, পৌর সদরের শিববাটী ব্রীজ বাইপাস সড়কের জিরোপয়েন্ট সংলগ্ন এলাকার সরল মৌজায় ২২৯ নং খতিয়ানের ৫৭৩, ৫৭৪, ৫৯৮ ও ৫৯৯ দাগে ৫.৬৬ একর জমি রয়েছে। যার মধ্যে আমার ২ একর ১০ শতক পৈত্রিক সম্পত্তি। উক্ত সম্পত্তির মধ্যে ৪শতক জমি দাবী করে উপজেলার দক্ষিণ গড়ের আবাদ গ্রামের আব্দুল খালেক সানার স্ত্রী শরিফা খাতুন ঘটনার দিন শনিবার সকালে বহিরাগত লোকজন নিয়ে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করে। পরে এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয় বলে জানান, থানার এসআই আব্দুল মান্নান।