রবিবার ● ২৭ মে ২০১৮
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছা পৌর মেইন সড়কের বেহাল দশা
পাইকগাছা পৌর মেইন সড়কের বেহাল দশা
![]()
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছা পৌর সদরের মেইন সড়কের জিরোপয়েন্ট হতে বাজার ডাকবাংলা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা বেহাল দশা হয়ে পড়েছে। দীর্ঘদিন রাস্তা সংস্কার না করায় রাস্তা ভেঙ্গে-চুড়ে ছোট-বড় গর্তে পরিণত হয়েছে। সামান্ন বৃষ্টি হলে ভাঙ্গাচুরা রাস্তার বড় গর্তগুলিতে পানি ভরে ছোটছোট ডোবায় পরিণত হয়। এতে পথচারীরা পড়ে মহাবিপাকে। পানি ভরা গর্তে যানবাহনের চাকায় ছিটকে যাওয়া কর্দমাক্ত নোংরা পানিতে পথচারীরা ভিজে নাকাল হচ্ছে। বাস-ট্রাকের চাকায় ছিটকে আসা পানি থেকে রেহায় পেতে পথচারীরা রাস্তা ছেড়ে বাহিরে গিয়ে দাঁড়াতে দেখা যাচ্ছে। দু’চাকার যানবাহনের চালকরা গর্তে পড়ে ভিজে নাকানী চুবানি খেয়ে উঠছে। তাছাড়া রৌদ্রের সময় রাস্তার উপর জমে থাকা কাঁদা মাটি শুকিয়ে ধুলোবাতিতে পরিণত হচ্ছে আর যানবাহন চলার সময় ধুলোই পুরা রাস্তা ভরে যাচ্ছে। এতে পিছনের পথচারীদের চলাচলের ব্যাপক ক্ষতি হচ্ছে। তাছাড়া এই সড়কে সকল যানবাহন চলছে চরম ঝুঁকি নিয়ে। প্রতিদিন পাইকগাছা থেকে ঢাকা ৩০/৩৫ টি পরিবহন, ভারী ট্রাক, বাস ও হালকা যানবাহন সহ সহশ্রাধিক যানবাহন চলাচল করছে। দক্ষিনাঞ্চলে মৎস্য উৎপাদন ও রপ্তানীর গুরুত্বপূর্ণ স্থান পাইকগাছা। প্রতিদিন প্রায় অর্ধ শতাধিক মৎস্যবাহী ট্রাক চলাচল করছে। ভাঙ্গাচুরা রাস্তার গর্তে পড়ে ভারী যানবাহন এক্সেল ও পাতি ভেঙে রাস্তায় পড়ে থাকছে। চিংড়ি পোনা সরবরাহ, কাঁকড়া ও চিংড়ি মাছ রপ্তানী করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। তবে রাস্তার বেহাল অবস্থার কারনে পরিবহন ব্যবস্থা মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। দেশের সার্বিক উন্নয়নের কথা ভেবে উপকূল অঞ্চলের এ গুরুত্বপূর্ণ সড়কটি মেরামত করা খুব জরুরী দরকার। এ ব্যাপারে পৌরসভার প্রকৌশলী নূর আহম্মেদ জানান, রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ভাঙ্গা গর্তগুলো ভরাট করে সীলকোট করে চলাচলের উপযোগী করে তোলা হবে। এ বিষয়ে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর জানান, রাস্তা সংস্কারের জন্য ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে। খুব দ্রুত সময়ের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে বলে তিনি জানান। ঈদের আগে রাস্তাটি সংস্কার করা হোক এমন আশা করছে পৌরবাসী।






মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন
নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন জমে উঠেছে
১২০কোটি টাকা ব্যয়ে পাইকগাছায় কড়ুলিয়া সেতু’র প্রায় ৬০ ভাগ কাজের অগ্রগতি
মাগুরায় শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নেতৃবৃন্দের নামে অপপ্রচার,মন্দিরের রান্না ঘর দখল চেষ্টায় নগর পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ
নড়াইল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক, সম্পাদক লাবলু
ঢাকাস্থ আশাশুনি উপজেলা সমিতির প্রথম ইফতার মাহফিল অনুষ্ঠিত
আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত
মাগুরা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণ সম্পন্ন 