সোমবার ● ৩ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » কৃষি » মাগুরার মহম্মদপুরে ১শ কৃষকের মাঝে বিনা মূল্যে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪ এর বীজ বিতরণ
মাগুরার মহম্মদপুরে ১শ কৃষকের মাঝে বিনা মূল্যে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪ এর বীজ বিতরণ

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরার মহম্মদপুরে ১শ কৃষকের মাঝে বিনামূল্যে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪ এর বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বে-সরকারি উন্নয়ন সংস্থা হারভেস্ট প্লাস ও সোসিও ইকোনোমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন-সিও এ বীজ বিতরণ করে।
মহম্মদপুর উপজেলা পরিষদ কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মহম্মদপুর উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন হারভেষ্ট প্লাসের আঞ্চলিক পরিচালক কৃষিবিদ মুজিবর রহমান জানান, সিও এর সহকারি নির্বাহী পরিচালক তোফাজ্জেল হোসেন, মনির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, মানব দেহের জন্যে জনপ্রতি প্রতিদিন যে পরিমান জিংকের প্রয়োজন। তার ৭০ ভাগ পুরণ হয়ে যায় যদি প্রত্যেকে প্রতিদিন জিংক সমৃদ্ধ চালের ভাত খায়। কারণ এখন বাংলাদেশে আবাদ হওয়া নানা জাতের জিংক ধানের প্রতিকেজি চালে ২৪ মিলিগ্রাম পর্যন্ত জিংক থাকে। এছাড়া রয়েছে প্রয়োজনীয় প্রটিন। যা মানব দেহের সিংহভাগ জিংক ও প্রটিনের চাহিদা পুরনে স্বক্ষম। এছাড়া এই ধান অন্যান্য জাতের তুলনায় অধিক ফলন দিতে স্বক্ষম। ফলন ও স্বাস্থ্যাগত সুবিধার কারনে দেশে জিংক সমৃদ্ধ ধান চাষের প্রতি কৃষকদের আগ্রহ বাড়ছে। এ জন্যে কৃষকদের উদ্বুদ্ধ করতে এ ধরনের বীজ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।






মাগুরায় আগাম পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা
পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কমে কৃষক হতাশ
পাইকগাছায় হলুদ ফুলে ভরে গেছে সরিষার ক্ষেত
পাইকগাছায় আগাম বোরো আবাদের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক
কেশবপুরে তুলার আবাদে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে চাষীরা
মাগুরায় ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক
পাইকগাছায় আমন ধান কাটা উৎসব শুরু
পাইকগাছায় আপনা আপনি জন্ম নেয়া একটি ডাট শাক ৯ ফুটের বেশী উচু হয়েছে
পাইকগাছায় হলুদ চাষে লাভবান হচ্ছেন কৃষক
কেশবপুরে ড্রাগন চাষে সাড়া ফেলেছেন তরুণ উদ্যোক্তা নান্টু সাহা 