

বৃহস্পতিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » বিবিধ » নীল সাদা আকাশ
নীল সাদা আকাশ
প্রকাশ ঘোষ বিধান
শরতের আকাশে রঙের ক্যানভাস
নির্মল জ্যোতি দিগন্ত রেখায়
শান্ত প্রকুতি ঝিলমিল রোদ
হারায় মন রঙের ছোঁয়ায়।
সবুজ দিগন্ত প্রাণ খুলে হাসে
ঝিলের জলে টলটলে ছায়া
আকাশে নীল সাদার খেলায়
মাতাল অনিলে মনে লাগে মায়া।
দিগন্ত রেখায় গোধুলীর রঙ
কাশফুলে হাসে পুলকিত মন
নীল আকাশে মেঘের ভেলা
প্র্র্রকৃতির বুকে দোল খায় বন।