

বৃহস্পতিবার ● ৮ মে ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিবস উপলক্ষে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা
মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিবস উপলক্ষে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা
মাগুরা প্রতিনিধি : বাংলাদেশ শিশু একাডেমি মাগুরা শাখার আয়োজনে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা কার্যালয়ে রচনা, ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয় । প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিশু অংশগ্রহন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মাগুরা জেলা শিশু একাডেমির গ্রন্থগারিক ইকবাল তালুকদারের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথি মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। অনুষ্ঠানে অন্যান্য অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগিতা অধ্যাপক দেলোয়ার হোসেন খান, অবসর সহযোগি অধ্যাপক খান শফিউল্লাহ, মাজেদুর রহমান,সরকারি গন গ্রন্থগারের গ্রন্থগারিক হাবিবুর রহমান। এ ছাড়া অংশগ্রহনকারি শিশুদের অভিভাবক উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় দুটি গ্রুপে জাবিন তাসনিম মৌনতা,তামিম ইসলাম, জাইন সোবহান,তরণী মোস্তাফিজ, তামনি ইসলাম, কাজী রকি রহমান পুরস্কার অর্জন করেন।