

শুক্রবার ● ৯ মে ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় নারী সংস্কার বাতিল ও মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল
মাগুরায় নারী সংস্কার বাতিল ও মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল
মাগুরা প্রতিনিধি : মাগুরায় নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন ও সুন্নাহ বিরোধী প্রতিবেদনসহ কমিশন বাতিল এবং পাকিস্তান,ফিলিস্তিন ও ভারতে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ শুক্রবার দুপুরে স্থানীয় নোমানী ময়দান থেকে এ মিছিলের আয়োজন করে মাগুরা জেলা ইসলামী যুব সংগঠন বাংলাদেশ। তারা বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা নিয়ে শহরে মিছিল করে। মিছিলটি শহরের নোমানী ময়দান থেকে বের হয়ে কলেজ রোড হয়ে ভায়না মোড় গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করে সংগঠনটি। এ সময় বক্তারা বলেন,অবিলম্বে নারী সংস্কার বাতিল করতে হবে। ভারতে ও ফিলিস্তিনে মুসলিমদের উপর নানা নির্যাতন বন্ধ করতে হবে। এ বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তারা। মিছিলে এ সংগঠনের শতাধিক জনতা অংশ নেয়।