

বৃহস্পতিবার ● ২১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছা পৌর বিএনপির তফশীল ঘোষনা
পাইকগাছা পৌর বিএনপির তফশীল ঘোষনা
পাইকগাছা প্রতিনিধি ঃ খুলনার পাইকগাছা পৌরসভা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে নির্বাচন কমিশনার তফশীল ঘোষনা করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আসলাম পারভেজ। মোহরালী সরদারের পরিচালনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জিএম মিজানুর রহমান, সাবেক সভাপতি প্রনব কান্তি মন্ডল, পৌরসভার বিগত নির্বাচনে মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনি, পৌর বিএনপির যু্গ্ম আহবায়ক সেলিম রেজা লাকি,কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, আতাউর রহমান, ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ওবায়দুর রহ্মান ডালিম, আব্দুল করিম,জসকির হোসেন,শাহাবুদ্দিন আহম্মেদ, সরদার সুবহে সাদিক,মোঃরফিকুল ইসলাম,পৌর যুবদলের সম্পাদক আনারুল ইসলাম ও স্বেচ্ছা সেবক দলের সভাপতি সোহেল পারভেজ। সভাশেষে পৌর বিএনপির নির্বাচন কমিশনার জিএম মিজানুর রহমান তফশীল ঘোষণা করেন। আগামী ২৮ আগষ্ট নির্বাচন, ২২ ও ২৩ আগষ্ট বেলা ১১টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত আগষ্ট মনোনয়ন ক্রয় ও জমা, ২৩ আগষ্ট বিকেল ৪ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত যাচাই বাচাই ও প্রত্যাহার এবং ৫ টা থেকে ৬ টা পর্যন্ত প্রতীক বরাদ্দ।