

শনিবার ● ৩০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত
স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ পাইকগাছা উপজেলা শাখার নবগঠিত কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পাইকগাছার সরল নবপল্লীতে শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে নবগঠিত কমিটির সভাপতি প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর বাছাড় (অবঃ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় নবগঠিত কমিটির কার্যনির্বাহী সদস্য অবঃ উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল এর সঞ্চালনায় বক্তৃতা করেন, উপদেষ্টা শ্রী রমেন্দ্রনাথ সরকার, বীরমুক্তিযোদ্ধা অবঃ রণজিৎ কুমার সরকার, অবঃ শিক্ষক দিলীপ কুমার দাশ, অ্যাড. অজিত কুমার মন্ডল সহ সভাপতি নিহার রঞ্জন গোলদার ও নন্দলাল ঘোষ, সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক বিমল কুমার সরকার, সহ সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র মন্ডল, কোষাধ্যক্ষ বিমল কৃষ্ণ সরদার, সাংগঠনিক সম্পাদক জীবেশ চন্দ্র রায়, দপ্তর সম্পাদক শ্যামাপদ সানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিভাসেন্দু সরকার, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিভূতি ভূষণ সরদার, স্বাস্থ্য ও চিকিৎসক বিষয়ক সম্পাদক পূর্ণ চন্দ্র মন্ডল, ক্রীড়া সম্পাদক বিপ্লব কুমার রায়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক নয়ন মনি বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য মনোহর চন্দ্র সানা, জগন্নাথ সানা, তুষার কান্তি মন্ডল, সুনীল কুমার মন্ডল, পার্থ প্রতীম বাছাড় প্রমুখ। বক্তারা, স্বামী বিবেকানন্দের নীতি আদর্শ মেনে আমাদের নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সদস্য সংগ্রহ, আগামী শারদীয় দুর্গোৎসবে সেবা মূলক কার্যক্রম, বাংলা, সংস্কৃত ভাষার শুদ্ধ উচ্চারণসহ ইংরেজি ভাষা শেখানোর উপর গুরুত্ব আরোপ করেছেন। তারা বলেন, সঠিক জ্ঞান চর্চা, শিষ্টাচার মানুষের চরিত্র গঠন করে। বিবেকানন্দের আদর্শ মানবজাতিকে তার অন্তর্নিহিত দেবত্ব শিক্ষা দেয়া এবং জীবনের প্রতিটি পদক্ষেপে তা কীভাবে কাজে লাগাতে হয় তা শেখানো। আমরা আমাদের সন্তানদের কে শিশু কাল থেকে প্রতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি চরিত্র গঠনে সুশিক্ষা, শিষ্টাচার, নীতি নৈতিকতা শিক্ষায় উদ্বুদ্ধ করে দেশ, সমাজ ও মানবকল্যাণে সহায়ক ভূমিকা রাখবে বলে জানান।