বৃহস্পতিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের বসতভিটা থেকে রেললাইন দূরে সরিয়ে নেওয়ার দাবি পরিবারের
মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের বসতভিটা থেকে রেললাইন দূরে সরিয়ে নেওয়ার দাবি পরিবারের
মাগুরা প্রতিনিধি :অবশেষে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের স্মৃতিবিজড়িত বাড়িটি অক্ষত রেখেই স্থাপন করা হচ্ছে নতুন রেললাইন। এ জন্য কিছুটা পরিবর্তন আনা হয়েছে নকশায়। কবির বাড়ির পাশ দিয়ে ফ্লাইওভার হয়ে যাবে রেললাইন। এই রেললাইনটি ফরিদপুরের মধুখালী থেকে কামারখালী হয়ে মধুমতী নদীর ওপর দিয়ে মাগুরা শহর পর্যন্ত যাবে। ২০২২ সালের নভেম্বরে নতুন এই রেললাইন নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত শেষ হয়নি রেল লাইন নির্মাণ কাজ।
বাংলাদেশ রেলওয়ে ও কবির পরিবার সূত্রে জানা যায়, মুসলিম রেনেসাঁর কবি হিসেবে পরিচিতি কবি ফররুখ আহমদ। বিংশ শতাব্দীর এই কবি ছিলেন ইসলামি ভাবধারার বাহক। কবি ফররুখ আহমদ ১৯১৮ সালের এই দিনে (১০ জুন) মাগুরা জেলার মাঝাইল গ্রামের পৈতৃক বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ হাতেম আলী। মাতা বেগম রওশন আক্তার। গ্রামের পাঠশালায় শিক্ষাজীবনের হাতে খড়ি। কবির পৈতৃক বাড়িতে তার পূর্বপুরুষদের আদিবাস। কাঠ ও টিন দিয়ে নির্মিত সেই ঘরে কবির অনেক স্মৃতি। কবির স্মৃতি বিজড়িত বসতভিটা ও জন্ম নিয়েছিলেন যে ঘরে সেই ঘরের দরজায় পড়েছে লাল কালির একটি তীর চিহ্ন।
ফরিদপুরের মধুখালী থেকে কামারখালী হয়ে মধুমতী নদীর ওপর দিয়ে মাগুরা শহর পর্যন্ত যাবে নতুন এই রেললাইনটি। এক হাজার ২০২ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের বিদ্যমান রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে মাগুরা জেলা। নকশা অনুযায়ী মাগুরা জেলার এই অংশে রেললাইন যাবে কবি ফররুখ আহমদের বসতভিটার ওপর দিয়ে।
এ জন্য গত ২৮ মে কবির এই জন্ম ভিটার তিন পাশে তিনটি লাল নিশান পুঁতে দেওয়া হয়েছে। চিহ্ন দেওয়া হয়েছে কবির বাবা খান বাহাদুর সৈয়দ হাতেম আলী এবং কবি মায়ের কবরের পাশেও। কবির স্মৃতি বিজড়িত সেই ঘরটির আশপাশে লাল দাগ দিয়ে গেছে রেলওয়ে লোকজন। বাড়ির ওপর দিয়ে যাবে রেললাইন। গত ১২ সেপ্টেম্বর শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কবির বাড়ি পরিদর্শন করেন। এবং রেল লাইনের নকশা পরিবর্তন করে কবির বাড়ির ২০ ফিট দূরে রেললাইন সরিয়ে নেওয়ার আশ্বাস দেন। কিন্তু ২০ ফিট নয়, ১০০০ ফিট দূর দিয়ে রেললাইন সরিয়ে নেওয়ার দাবি জানান কবি পরিবারের।
এ ব্যাপারে কবি ফররুখ আহমদের ভাবি ফাতেমা বেগম জানান, কবির স্মৃতি বিজড়িত পৈত্রিক বসতবাড়িটি রক্ষা করতে হবে। সরকারের কাছে দাবি কবির বাড়িটি সংরক্ষণের রেললাইনটি ১০০০ ফুট দূর দিয়ে করা হোক। কবির স্মৃতি বিজড়িত বাড়িটি এখনো অযত্ন-অবহেলা পড়ে আছে। সরকারকে কবির বাড়ির প্রতি দৃষ্টি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
জাতীয় গ্রন্থাগারের সাবেক মহাপরিচালক, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও ছড়াকার আবু সালেহ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কবি ফররুখ আহমদের বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, এই এলাকা দিয়ে সরকার রেললাইন স্থাপন করছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কবির বাড়ি ও পৈত্রিক ভিটার উপর দিয়ে রেললাইন যাচ্ছে। এ বিষয়টা নিয়ে এলাকাবাসী ক্ষোভ জানিয়েছেন। কবির বসতভিটা থেকে একটু দূরে, ১০০ গজ অথবা ২০০ গজ দূরে যাতে রেললাইনটা যাই তাহলে কবির বাড়িটি অক্ষত থাকে এবং একটি ইতিহাস সংরক্ষিত হয়। আজ এখানে এসে জানতে পারলাম আগে যে ডিজাইন করা হয়েছিল তা একটু সংশোধন করা হয়েছে। মাত্র ২০ মিটার দূর দিয়ে রেললাইনটি যাচ্ছে। যার খুব একটা পার্থক্য বুঝায় নাই। রেললাইনটি একটু দূরে সরিয়ে নিলে সবার দাবি সবাই খুশি হয় এবং দাবি পূরণ হয়। সরকারের কাছে আমাদের দাবি, রেললাইনটি একটু দূরে সরিয়ে নিলে খুব একটা ক্ষতি হবে না। কবির স্মৃতি বিজড়িত পৈত্রিক বসতবাড়ি ও স্মৃতি স্তম্ভগুলো সংরক্ষণের স্বার্থে রেললাইনটি এই বাড়ি থেকে দূরে সরিয়ে নেওয়ার জোর দাবি জানাচ্ছি।






পাইকগাছায় নবাগত সিভিল জজ হযরত আলী’র যোগদান পরবর্তীতে মিট টুগেদার
তীব্র শীতে প্রাণীকুলের নাবিশ্বাস অবস্থা
পাইকগাছায় এনজিও বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
মাগুরায় তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে আলোচনা সভা
পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
অগণতান্ত্রিকভাবে উপজেলা কমিটি বিলুপ্তির প্রতিবাদে পাইকগাছা উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের যৌথ প্রতিবাদ সভা
উত্তরণ-এর উদ্যোগে ফরিদপুরে স্থানীয় রেজিলিয়েন্স এজেন্টদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাগুরায় ফুটপাতে শীতের কাপড় কেনার ধুম বেড়েছে
মাগুরায় অনির্বাণ সেবা সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন 