শনিবার ● ৪ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » প্রকৃতি » পৌষ্পিক সৌন্দর্যের দাদমর্দন ঔষধি গুণে ভরা
পৌষ্পিক সৌন্দর্যের দাদমর্দন ঔষধি গুণে ভরা
প্রকাশ ঘোষ বিধান
দাদমর্দন হলো এক ধরনের গুল্ম জাতীয় গাছ যা তার হলুদাভ ও সুন্দর ফুলের জন্য পৌষ্পিক সৌন্দর্য প্রদান করে। ঔষধি গুণে ভরা এই গাছের পাতা বেটে ব্যবহার করলে দাদ ও পাঁচড়া নিরাময় হয় এবং মেছতার দাগ দূর করতেও এটি কার্যকর। শহর ও গ্রামাঞ্চলে, বিভিন্ন উদ্যানে এবং রাস্তার পাশে এই গাছটি দেখা যায়, যা দেখতে খুব আকর্ষণীয়।
আলংকারিক পুষ্পবৃক্ষের জন্যই বিভিন্ন উদ্যানে রোপণ করা হয়। এরা ক্যাশিয়া জাতের ফুল। ক্যাশিয়ার আরেকটি বুনো জাতের নাম কালকাসুন্দা। দাদমর্দন গাছের হলুদ বর্ণের ফুলগুলো যেন প্রাকৃতিক সৌন্দর্যের আধার। উজ্জ্বল সবুজ পাতার ঘন ঝোপের মাথায় হলদে রঙের লাঠির মতো ফুলের বিজয়ধ্বজা দুলছে। খাড়া হয়ে যেন ফুলগুলো আকাশ ছুঁতে চাইছে। এই গাছটার নাম দাদমর্দন।
দাদমর্দনের ইংরেজি নাম ক্যান্ডেল বুশ। মোমবাতির মতো লম্বা ফুলের মঞ্জরি, মাঝখানে একটা সরু ডাঁটিকে ঘিরে উজ্জ্বল হলুদ রঙের অনেক ফুল ফোটে গাদাগাদি করে। প্রায় ১৫ থেকে ২৫ সেন্টিমিটার লম্বা পুষ্পমঞ্জরিগুলো থাকে একেবারে গাছের চূড়ায়। অনেক পুষ্পমঞ্জরি একটা গাছের মাথায় থাকে, আকাশের দিকে খাড়া মুখ করে। সাধারণত এক থেকে দুই মিটার পর্যন্ত উঁচু হতে পারে। কাণ্ড পুরু ও হলদেটে। এর ফুল ফোটার মৌসুম সেপ্টেম্বর থেকে জানুয়ারি। ফুলের পর ফল আসে। চিকন লম্বাটে ফল হয়। একটি ফলে প্রচুর বীজ থাকে। ফল পুষ্ট হয়ে ফেটে ঝরে পড়ে। সেখান থেকে সহজেই চারা জন্মে। এর আদি নিবাস মেক্সিকো, মধ্য ও দক্ষিণ আমেরিকা। দাদমর্দন গাছে কোনো সুমিষ্ট ফল হয় না, এর কাঠও মূল্যহীন।
দাদমর্দন দ্রুত বর্ধনশীল নরম-কাষ্ঠল গুল্ম জাতীয় উদ্ভিদ। সারা দেশে মূলত ঔষধি গাছ হিসেবেই এরা পরিচিত। দাদমর্দন মূলত ঔষধি গাছ হিসেবেই পরিচিত এটি। বিশেষ করে চর্মরোগে এ গাছ ব্যাপকভাবে ব্যবহার করা হয়। তবে দাদ ও পাঁচড়ায় সবচেয়ে বেশি ব্যবহার্য। দাদের বাহ্যিক নিরাময়ের জন্য টাটকা পাতা বেটে ব্যবহার করা হয়। আবার ঝলসানো পাতাও রেচক। এসব ছাড়াও যৌনরোগ চিকিৎসায় এবং বিষাক্ত পোকামাকড়ের কামড়ে দাদমর্দন সাধারণত টনিক হিসেবে কাজে লাগে।
দাদমর্দন সাধারণত পরিত্যক্ত স্থান, ময়লার ভাগাড় বা রাস্তার ধারে আপনাআপনিই জন্মে থাকে। দিনে দিনে হারিয়ে যাচ্ছে ঔষধি গুণে ভরা দাদমর্দন গাছ। বাড়ছে জনসংখ্যা, উজাড় হচ্ছে বন। ভরাট হচ্ছে জলাশয়, কমছে জমি ও জলাশয়। প্রকৃতি হারাতে বসেছে ভারসাম্য। সেই সাথে হারাচ্ছে পৌষ্পিক সৌন্দর্য ঔষধি দাদমর্দন গাছ।
লেখক ; সাংবাদিক ও কলামিস্ট






রেড পামকিন বিটল পোকা
পাইকগাছায় পতিত জমিতে কাগজি লেবুর বাম্পার ফলন
বন টেপারি বা ফটকা ভেষজ উদ্ভিদ
পাইকগাছায় আঁশফলের ফলন ভালো; বাজারে চাহিদা বেড়েছে
পাইকগাছায় কাঁঠালের ফলন ভাল হয়নি; তবে ভালো দামে খুশী চাষিরা
পাইকগাছায় লতা আমের খোসার রং বাদামি সফেদার মতন ; বাজারে চাহিদা নেই
পাইকগাছায় বাণিজ্যিকভাবে কলার আবাদ বেড়েছে
পাইকগাছায় তালের রস আহরণ
পাইকগাছায় কাঁচা আম চড়া দামে বিক্রি হওয়ায় আম চাষি খুশি 