শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

SW News24
শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » যশোরে সাংস্কৃতিক সংগঠন, সংস্কৃতিকর্মী, লেখক-কবি ও সাহিত্যিকদের সাথে মতবিনিময় সভা
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » যশোরে সাংস্কৃতিক সংগঠন, সংস্কৃতিকর্মী, লেখক-কবি ও সাহিত্যিকদের সাথে মতবিনিময় সভা
২৯ বার পঠিত
শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যশোরে সাংস্কৃতিক সংগঠন, সংস্কৃতিকর্মী, লেখক-কবি ও সাহিত্যিকদের সাথে মতবিনিময় সভা

--- যশোর জেলার সাংস্কৃতিক সংগঠন, সংস্কৃতিকর্মী, লেখক-কবি ও সাহিত্যিকদের সাথে মতবিনিময় সভা
অনুষ্ঠানে প্রধান অতিথি যশোরকে দেশের শ্রেষ্ঠ শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি একটি হানাহানি মুক্ত সুন্দর বাংলাদেশ গড়ার আকাঙ্খা প্রকাশ করে বলেন, আমরা হানাহানি মুক্ত সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে আমরা সবাই মিলেমিশে সুন্দর ভাবে বসবাস করতে পারব।
যশোরের সন্তান হিসেবে জেলার শিল্পমান উন্নয়নে উত্থাপিত দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, যশোর শিল্পকলা একাডেমিকে আরও সুন্দরভাবে গড়ে তোলা হবে। যারা নাচ-গান-নাটক করেন তারা এখানে আসবে এবং অংশ নেবে। সাংস্কৃতিক অঙ্গণে রাজনৈতিক হানাহানির নেতিবাচক প্রভাব সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, আমরা যেন রাজনৈতিক হানাহানি করে নিজেদের মধ্যকার এই সম্পর্ক নষ্ট না করি। ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে মহাপরিচালক জোর দিয়ে বলেন, আমি আগামীতে শিল্পকলা একাডেমিকে আরও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে চাই। তিনি সকল প্রকার ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে যশোর তথা দেশের সাংস্কৃতিক ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
যশোর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোঃ আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান। এসময় যশোরের সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও কলাকুশলীবৃন্দ মহাপরিচালকের সাথে জেলার শিল্পমান উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

 

 

 





আর্কাইভ