শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ন ১৪৩২

SW News24
শুক্রবার ● ২৮ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন
৩ বার পঠিত
শুক্রবার ● ২৮ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন

---মাগুরা প্রতিনিধি : মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন করিমন যানবাহন। মাগুরা- যশোর সড়ক,মাগুরা- ঝিনেদা সড়ক,মাগুরা- ফরিদপুর সড়ক,মাগুরা- শ্রীপুর,মাগুরা- মহম্মদপুরে সড়কে এসব অবৈধ নসিমন করিমন ইট বোঝাই নিয়ে, বিভিন্ন মালামাল নিয়ে সারাদিন সড়কে চলছে। সড়ক আইন মানছে না এসব যানবাহন। সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে  ট্রাফিক পুলিশ কাজ করলেও এইসব নসিমন করিমনকে  করা হচ্ছে না কোন জরিমানা। ফলে সড়কে চলাচলকারী পথচারী, সাইকেল, মোটরসাইকেল আরোহী ও অটোচালক দুর্ঘটনায় পড়ে  হারাচ্ছেন জীবন। কেউ  সারা জীবনের ক্ষত বয়ে বেড়াচ্ছেন।  বেপরোয়া গতি নিয়ে সড়কে চলাচলকারী এসব নছিমনের সাথে ছোট ছোট যানবাহনের ঘটছে দুর্ঘটনা। দুর্ঘটনার স্বীকার হয়ে অনেকেই সারা জীবন হচ্ছেন পঙ্গু।
শিক্ষক নজরুল ইসলাম জানান, আমি বজরুক শ্রীকুন্ডী হাই স্কুলের একজন সহকারী শিক্ষক। প্রতিদিন আমি মোটরসাইকেল চালিয়ে মাগুরা থেকে  সকাল ৯ টায় স্কুলের উদ্দেশ্য রওনা হই। প্রতিদিন শত শত নসিমন করিমন চলছে মাগুরা- নড়াইল সড়কে। তাদের বেপরোয়া গতির কারণে সড়কে ঘটছে নানা ধরনের দুর্ঘটনা।
ব্যবসায়ী বাবু মিয়া জানান, প্রতিদিন আমি মাগুরা থেকে বিভিন্ন মালামাল নিয়ে শ্রীপুরে যায়।সকাল সাতটায় সাইকেলে করে মাল নিয়ে চলাচল করি  শ্রীপুর সড়কে। সকাল থেকেই প্রতিদিন  বিভিন্ন নসিমন ইটবোঝাই নিয়ে সড়কে বেপরোয়া গতিতে চলাচল করে। তাদের বেপরোয়া গতিতে আমরা সড়কে ভালোভাবে সাইকেল নিয়ন্ত্রণ করতে পারিনা। যথাযত কর্তৃপক্ষের কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ সড়ক থেকে এসব অবৈধ নসিমন দূর করা হোক। তা না হলে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।
কাগজ বিক্রেতা হকার নুরু জানান, আমি প্রতিদিন ভোরে  সদরের কাটাখালী থেকে মাগুরা শহরে আসি বাইসাইকেল চালিয়ে। খবরের কাগজের গাড়ি খুব সকালে মাগুরায় আসে বিধায় আমাকে খুব ভোরে সাইকেল চালিয়ে আসতে হয়। প্রতিদিন ভোরে মাগুরা- যশোর সড়কে  অবৈধ নসিমন  দাপিয়ে চলছে। তাদের বেপরোয়া গতিতে আমরা সড়কে ঠিকমত সাইকেল চালাতে পারি না। এর ফলে ঘটছে নানামুখী দুর্ঘটনা। ট্রাফিক পুলিশ অনেক সময় এদের কাছ থেকে মাসোয়ার নেয় তাই তাদের জরিমানা করা হচ্ছে না।





আর্কাইভ