মঙ্গলবার ● ১৪ মার্চ ২০১৭
প্রথম পাতা » কৃষি » মাগুরায় দুই নেতার বিরোধ চার কৃষকের ৫ শতাধিক কলাগাছ কর্তন
মাগুরায় দুই নেতার বিরোধ চার কৃষকের ৫ শতাধিক কলাগাছ কর্তন
![]()
মাগুরা প্রতিনিধি ॥ দুই আওয়ামীলীগ নেতার সামাজিক দলাদলির বিরোধের জের ধরে মাগুরা সদর উপজেলার ধলহরা মাঠে ৫ বিঘা জমির কলাগাছ রাতের আধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুর রকিব ফকির, উজ্জল হোসেন, রাজ্জাক মন্ডল, আওয়াল ফকির জানান, ধলহরা চাঁদপুরে স্থানীয় আওয়ামীলীগের রাজনীতি নিয়ে দু’পক্ষে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। যার এক পক্ষে রয়েছে চাউলিয়া ইউনিয়ন মেম্বর ও আওয়ামীলীগ নেতা আতিয়ার মেম্বর। অন্যপক্ষে রয়েছেন বিএনপি থেকে দলে আসা ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য আওয়াল শেখ। সম্প্রতি সামাজিক দলাদলি নিয়ে উভয়ের মধ্যে বিরোধ হয়। আওয়াল শেখ আব্দুর রকিব ফকির, রাজ্জাক মন্ডলসহ অন্যদের আতিয়ার মেম্বরের পক্ষ ছেড়ে তার পক্ষে যোগ দিতে বলে। কিন্তু তারা তাতে রাজী না হওয়ায় রবিবার রাতের আধারে আওয়াল শেখ ও তার লোকজন রকিব ফকির, রাজ্জাক মন্ডল, উজ্জল হোসেন ও আওয়াল ফকিরের সব মিলিয়ে ৫ বিঘা জমির ধরন্ত ৫ শতাধিক কলাগাছ কেটে ফেলেছে এতে তাদের ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা জানান এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে ক্ষতিগ্রস্থদের অভিযোগ অস্বীকার করে আওয়াল শেখ বলেন, আতিয়ার মেম্বরের লোকজন গত বৃস্পতিবার আমার ছেলে ইকরাম শেখকে বিনা কারনে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে। এ ঘটনায় আমি আতিয়ার মেম্বরসহ ১০ জনের নামে সদর থানায় মামলা করেছি। এ মামলায় আতিয়ার রহমান বর্তমানে জেল হাজতে রয়েছে। মামলার অভিযোগকে ভিন্ন খাতে প্রবাহিত করতে নিজেরায় নিজেদের গাছ কেটে আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে।






শ্রীপুরে ৪ হাজার ৫’শ ২০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
বিদেশ ফেরত সিদ্দিক মুন্সীর বারোমাসি সবজি চাষে ভাগ্য বদল
পাইকগাছায় কৃষকের সোনালি স্বপ্ন ক্ষেতের ধান পোকায় কুরে কুরে খাচ্ছে
মাগুরায় কৃষকদের মাঝে শীতকালীন সবজি বীজ বিতরণ
নড়াইলে ৫ সহস্রাধিক চাষিকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
কেশবপুরে খুচরা সার বিক্রেতা আইডি কর্ডধারীদের বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
শীতকালীন আগাম সবজি চাষে লাখপতি সুশেন বালা
পাইকগাছায় আমনের ক্ষেতে কৃষকের স্বপ্ন দোল খাচ্ছে
পাইকগাছায় কৃষকদের মাঝে পুষ্টি বাগান স্থাপনে উপকরণ বিতরণ
লতিকচু চাষে আলোর মুখ দেখছেন রফিকুল 