সোমবার ● ৩ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় বোরোয় ব্লাস্ট সংক্রামনের শুরুতে প্রতিশোধক ব্যবস্থা পুরো আবাদ দমনে আছে
পাইকগাছায় বোরোয় ব্লাস্ট সংক্রামনের শুরুতে প্রতিশোধক ব্যবস্থা পুরো আবাদ দমনে আছে
![]()
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় বোরো আবাদের ধানের ছত্রাক জনিত ব্লাস্ট রোগের সংক্রমণ দেখা দিয়েছে। তবে কৃষি অফিসের সার্বিক তদারকি ও পরামর্শ মোতাবেক কৃষকরা কিটনাশক প্রয়োগ করায় ছত্রাক জনিত ব্লাস্ট রোগ পুরো দমনে রয়েছে বলে জানাগেছে। উপজেলার কয়েকটি ব্লকে বিচ্ছিন্ন ভাবে ব্লাস্ট রোগ দেখা দিলেও রোগ দমনে থাকায় ফলন বিপর্যয় ঘটবে না বলে কৃষি অফিস জানিয়েছে।
পাইকগাছা উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, চলতি বোরো মৌসুমে উপজেলায় ২ হাজার ৭শত ৭৫ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। অনুকুল আবহাওয়া বিরাজ করায় বোরোর আবাদ ভালো হয়েছে। তবে আগাম ও নাবি বোরো রোপন করায় কোন কোন ব্লকে ধানের শীষ কাঁচা রয়েছে, কোন ব্লকে ধান অপুষ্ট ও অবার কোন কোন ব্লকে ধান কাঁটা শুরু হয়েছে। তবে নাবি লাগানো কিছু কিছু ক্ষেতে বিচ্ছিন্ন ভাবে ছত্রাক জনিত ব্লাস্ট রোগের সংক্রমণ দেখা দেয়। ধানের শীষ শুকিয়ে চিটা হয়ে যায়। এতে কৃষকরা সংক্রীত হয়ে পড়ে। তবে কৃষি অফিসের সার্বিক তৎপরতা ও পরামর্শ মতো ছত্রাক নাশক নাটিভো ব্যবহার করায় বোরো আবাদ পুরো দমনে রয়েছে। তোকিয়া গ্রামের কৃষক আবুল হোসেন বলেন, তার ক্ষেতে দু’একটি ধানের শীষ শুকাতে শুরু করলে কৃষি অফিসের পরামর্শ মোতাবেক ছত্রাক নাশক নাটিভো ব্যবহার করায় তার ধানের ক্ষেত ছত্রাক মুক্ত হয়েছে। তার ক্ষেতে আর কোন ব্লাস্ট রোগ নেই এবং ফলনও ভাল পাবে বলে আশা করছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফি সার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম জানান, অনুকূল আবহাওয়া থাকায় উপজেলায় বোরো আবাদ ভাল হয়েছে। তবে সম্প্রতি দিনের বেলায় প্রচন্ড গরম ও রাতে ঠাণ্ডা পড়ায় ছত্রাক জনিত ব্লাস্ট রোগ বিচ্ছিন্ন ভাবে উপজেলার কয়েকটি ব্লকে বোরো আবাদে দেখা দিয়েছে। তবে কৃষি অফিসের সার্বক্ষনিক তদারকি ও কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। পরামর্শ মোতাবেক কৃষকরা ব্লাস্ট আক্রান্ত ক্ষেতে সময় মতো ছত্রাক নাশক নাটিভো প্রয়োগ করায় এখন পুরো আবাদ দমনে রয়েছে। এছাড়াও প্রতিটি ব্লকে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষনিক খোঁজ খবর ও তদারকি করছেন। প্রাকৃতিক কোন বিপর্যয় না ঘটলে বোরো আশানারূপ ফলন পাওয়া যাবে বলে তিনি আশাবাদী।






পাইকগাছায় কৃষকদের মাঝে পুষ্টি বাগান স্থাপনে উপকরণ বিতরণ
লতিকচু চাষে আলোর মুখ দেখছেন রফিকুল
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
মাগুরায় পরিবেশ নিরাপত্তায় পেস্ট কন্ট্রোল বিষয়ক সচেতনামুলক সভা
বহুমুখী ফসল উৎপাদনে পাইকগাছার কৃষি অর্থনীতি বদলে যাচ্ছে
শ্রীপুরে পোনামাছ অবমুক্তকরণ
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিনামূল্যে মাষকলাই বীজ ও সার পেয়ে কৃষকের মুখে হাঁসি
২০ বছর পর কালিয়ার বিলে আউস ও আমন ধানের ব্যাপক ফলন; কৃষকের মুখে হাসি
পাইকগাছায় জনপ্রিয় হয়ে উঠেছে ঘেরের আইলে সবজি চাষ
পাইকগাছায় পোনা মাছ অবমুক্ত কর্মসূচির উদ্বোধন 