সোমবার ● ৩ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » খুলনায় প্রতিবন্ধী দিবস পালিত; প্রতিবন্ধীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে
খুলনায় প্রতিবন্ধী দিবস পালিত; প্রতিবন্ধীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে

এস ডব্লিউ নিউজ :
খুলনায় ২৭তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে খুলনা অফিসার্স ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার(উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার। খুলনা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্র ও নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা সমূহ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সুযোগের সমতা প্রতিবন্ধীসহ সকল নাগরিকের সাংবিধানিক অধিকার। প্রতিবন্ধী ব্যক্তি সমাজের বোঝা নয়, বরং সুযোগ পেলে তারা দেশের সম্পদে পরিণত হতে পারে। প্রতিবন্ধী মানুষের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে। তাদেরকে শিক্ষিত ও স্বাবলম্বী করতে পারলে প্রতিবন্ধীদের ক্ষমতায়ন আরও সহজ হবে । আমরা সবাই মানুষ। নিজের প্রতিবন্ধকতার জন্য প্রতিবন্ধী ব্যক্তি কোনভাবে দায়ী নয়, এটি ¯্রষ্টা কর্তৃক নির্ধারিত। সরকার প্রতিবছর খুলনা বিভাগের প্রতিবন্ধীদের জন্য প্রায় ১৫৭ কোটি টাকা ব্যয় করে। সারা দেশে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা গ্রহীতার সংখ্যা প্রায় ১০ লক্ষ। প্রতিবন্ধী শিশুকে লুকিয়ে না রেখে সমাজের সবার সাথে মেশার সুযোগ দিতে হবে। তারা দেশের সুবর্ণ নাগরিক।
অনুষ্ঠানে আরও জানানো হয়, দেশব্যাপী প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ সম্পন্ন হয়েছে। খুলনায় নিবন্ধিত প্রতিবন্ধীর সংখ্যা ২৮ হাজার ৮৪১ জন, যাদের ৫৯ শতাংশ প্রতিবন্ধকতার ধরন অনুয়ায়ী বিভিন্ন সহায়তা পাচ্ছে। সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ১৪৮ প্রকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে ৫০টি কেবল প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত। প্রতিবন্ধীর অধিকার কোন করুণা নয় বরং আইনের দ্বারা স্বীকৃত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাক ও বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক শেখ মাহেনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক একেএম শামিমুল হক ছিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত জানান খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন।
অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে খুলনা অফিসার্স ক্লাবে এসে শেষ হয়।






১২০কোটি টাকা ব্যয়ে পাইকগাছায় কড়ুলিয়া সেতু’র প্রায় ৬০ ভাগ কাজের অগ্রগতি
মাগুরায় শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নেতৃবৃন্দের নামে অপপ্রচার,মন্দিরের রান্না ঘর দখল চেষ্টায় নগর পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ
নড়াইল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক, সম্পাদক লাবলু
ঢাকাস্থ আশাশুনি উপজেলা সমিতির প্রথম ইফতার মাহফিল অনুষ্ঠিত
আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত
মাগুরা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণ সম্পন্ন
আশাশুনির চাপড়া বেড়ী বাঁধে আবারও ভয়াবহ ভাঙ্গন, আতঙ্কিত এলাকাবাসি
বিভাগীয় ও জেলা পর্যায়ে বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড -২০২৪ পেলেন নড়াইলের সতেজ 