শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

SW News24
বুধবার ● ৭ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় কপোতাক্ষ নদ ও শিবসা নদীর চরভরাটি সরকারি জমি দখলের মহোৎসব
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় কপোতাক্ষ নদ ও শিবসা নদীর চরভরাটি সরকারি জমি দখলের মহোৎসব
৪৬৬ বার পঠিত
বুধবার ● ৭ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় কপোতাক্ষ নদ ও শিবসা নদীর চরভরাটি সরকারি জমি দখলের মহোৎসব

---

পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় কপোতাক্ষ নদ ও শিবসা নদীর চরভরাটি জমি দখলের মহোৎসব শুরু হয়েছে। স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে প্রভাবশালী নেতা সমীরণ সাধুর ছত্রছায়ায় ইয়ামিন ও আব্দুস সালাম গং কপোতাক্ষ নদের চর ভরাটি জমি দখল নিচ্ছে।

সরেজমিনে দেখা যায় কপোতাক্ষ নদে হিতামপুর মৌজার অংশে চরভরাটি জমির দখল প্রক্রিয়া শুরু হয়েছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনে নিকট বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হলে প্রশাসন চর ভরাটী সরকারি সম্পত্তি সীমানা নির্ধারণ করে লাল ফ্লাগ লাগিয়ে দিয়েছেন।

সরকার দলীয় প্রভাবশালী নেতাদের নাম ব্যবহার করে দখলদাররা নদীর চরভরাটি এসব জমি দখল করে বাঁধ প্রদান শুরু করেছে। ইতোমধ্যে গত ৪ জুলাই উপজেলা সদরে শিবসা নদীর চরভরাটি জমিতে বাঁধের কাজ শুরু করেন, উপজেলার লস্করের কড়ুলিয়া এলাকার চন্ডি চরণ বিশ্বাস। এর আগে কপোতাক্ষ নদের পাইকগাছার গদাইপুরের হিতামপুর এলাকায় চরভরাটি প্রায় ৩০ থেকে ৩৫ বিঘা জমিতে বাঁধ দিয়ে দখল প্রক্রিয়া শুরু করেন, রাড়ুলীর আব্দুস সালাম। দখলদাররা সেখানকার ১ নং খাস খতিয়ানের ৯৫১ দাগের বোয়ালিয়া এলাকার চরভরাটি প্রায় ৩০/৩৫ বিঘা জমিতে অবৈধভাবে বাঁধ দিয়ে দখলে নিয়েছে।

জানা যায়, পাইকগাছা সদরের শিবসা চরভরাটি জমিতে দু’দফায় কাজ বন্ধ করে দিয়েছেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহরিয়ার হক।

উপজেলার রাড়ুলী গ্রামের মো: মোকছেদ গাজীর ছেলে আব্দুস সালাম চরভরাটি জমিতে বাঁধ-বন্দি করতে থাকলে হিতামপুর গ্রামের আক্তারুল বাদী হয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি উপজেলা সার্ভেয়ার ও কানুনগুহকে সরেজমিনে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের কথা বলেন।

এব্যাপারে অভিযুক্ত সালাম গাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন, চিংড়ি চাষের জন্য জলমহলের ইজারা গ্রহনে তিনি একটি আবেদন করেছেন। এছাড়া সমীরন সাধুর নির্দেশে কাজ করছেন বলেও তিনি ও বাঁধের কাজে নিয়োজিত শ্রমিকরাও সমীরণ সাধুর নির্দেশে কাজ করছেন বলে জানান।

গত ৪ জুলাই রবিবার সকাল ১০ টার দিকে উপজেলা সার্ভেয়ার ও কানুনগুহ ঘটনাস্থলে গিয়ে গিয়ে অভিযোগের সত্যতা পান। এসময় তারা জনৈক ইয়ামিন নামে একজনকে ভূমি অফিসে নিয়ে যান।

এ বিষয়ে কানুনগো মোজাম্মেল ---বলেন, এসিল্যান্ড স্যারের নির্দেশে তিনি তাকে ডেকে নিয়েছিলেন এবং তার নির্দেশেই তাকে ছেড়ে দিয়েছেন। এরপর গত ৫ জুলাই দখলদাররা ফের সেখানে বাঁধের কাজ চলমান রেখেছেন।

এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারিয়ার হক বলেন, বিষয়টি আমি শুনেছি, মঙ্গলবার আমাদের লোক সেখানে গিয়ে সরকারি সম্পত্তির সীমানা জরিপপূর্বক সরকারের দখলে নিয়ে নিবেন। এছাড়া আরো যারা সরকারি সম্পত্তির অবৈধ দখল নিয়েছেন আবহাওয়ার অনুকুল পরিবেশ হলে তাদেরকেও পর্যায়ক্রমে উচ্ছেদপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।---

এ বিষয়ে সমিরন সাধু অনেকটাই প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার ছলে প্রতিবেদককে বলেন, এই জমি আমার দরকার না, কেউ হয়তো আমার নাম ব্যবহার করতে পারে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, নদী হলো আমাদের প্রান, অবশ্যই নদী রক্ষার সার্থে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নদীর চরভরাটি জমি সরকারের। তা রক্ষা করার দায়িত্ব অবশ্যই প্রশাসনের, আমরা দ্রুতই ব্যবস্থা নেব।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে অবৈধ চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে অবৈধ চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট
নড়াইলে পল্লী বিদ্যুতের ডিজিএম রুহুল আমিনের দুর্র্নীতি ও গ্রাহক ভোগান্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল নড়াইলে পল্লী বিদ্যুতের ডিজিএম রুহুল আমিনের দুর্র্নীতি ও গ্রাহক ভোগান্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
আশাশুনি মন্দির সমিতির নেতা বিজন কুমারের মরদেহ উদ্ধার আশাশুনি মন্দির সমিতির নেতা বিজন কুমারের মরদেহ উদ্ধার
পাইকগাছায় মাদক কারবারি দম্পতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন পাইকগাছায় মাদক কারবারি দম্পতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
খুলনায় রূপসা সেতুর নীচ থেকে সাংবাদিকের লাশ উদ্ধার খুলনায় রূপসা সেতুর নীচ থেকে সাংবাদিকের লাশ উদ্ধার
পাইকগাছায় নদীর চর থেকে শিশুর লাশ উদ্ধার পাইকগাছায় নদীর চর থেকে শিশুর লাশ উদ্ধার
মাগুরায় আবাসিক এলাকায় মিল কারখানা বন্ধ ও ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন মাগুরায় আবাসিক এলাকায় মিল কারখানা বন্ধ ও ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন
ফেইক আইডির বিরুদ্ধে ডিবির অভিযান; মহম্মদপুরে শিক্ষকসহ আটক ৪ ফেইক আইডির বিরুদ্ধে ডিবির অভিযান; মহম্মদপুরে শিক্ষকসহ আটক ৪
পাইকগাছা থানা পুলিশের অভিযানে ৪ জন চোর আটক ও ৯টি চোরাই বাইসাইকেল উদ্ধার পাইকগাছা থানা পুলিশের অভিযানে ৪ জন চোর আটক ও ৯টি চোরাই বাইসাইকেল উদ্ধার
খুলনায় ইজিবাইকে মিনিট্রাকের ধাক্কা, নিহত ৪ খুলনায় ইজিবাইকে মিনিট্রাকের ধাক্কা, নিহত ৪

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)