সোমবার ● ১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু
পাইকগাছায় ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু
![]()
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। পাইকগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা ও সেমিনার উদ্বোধনী অনুষ্ঠান সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। “জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, প্রাক্তন অধ্যক্ষ লুৎফর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল ইসলাম, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা নরেন্দ্রনাথ মৌলিক, আনসার ও ভিডিপি কর্মকর্তা মারুফ হোসেন, একাডেমিক সুপার ভাইজার মীর নুরে আলম সিদ্দিকী। বক্তব্য রাখের প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাংবাদিক আব্দুল আজিজ, কৃষক জিয়াউর রহমান, অনুকুল ব্যানার্জি, মোশারফ হোসেন ও চায়না রানী। অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরআগে আব্দুল মজিদ বয়াতী ও তার দল জারি গান পরিবেশন করেন। মেলায় মোট ১২টি স্টল স্থান পেয়েছে।






বিদেশ ফেরত সিদ্দিক মুন্সীর বারোমাসি সবজি চাষে ভাগ্য বদল
পাইকগাছায় কৃষকের সোনালি স্বপ্ন ক্ষেতের ধান পোকায় কুরে কুরে খাচ্ছে
মাগুরায় কৃষকদের মাঝে শীতকালীন সবজি বীজ বিতরণ
নড়াইলে ৫ সহস্রাধিক চাষিকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
কেশবপুরে খুচরা সার বিক্রেতা আইডি কর্ডধারীদের বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
শীতকালীন আগাম সবজি চাষে লাখপতি সুশেন বালা
পাইকগাছায় আমনের ক্ষেতে কৃষকের স্বপ্ন দোল খাচ্ছে
পাইকগাছায় কৃষকদের মাঝে পুষ্টি বাগান স্থাপনে উপকরণ বিতরণ
লতিকচু চাষে আলোর মুখ দেখছেন রফিকুল
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ 