শুক্রবার ● ১৪ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় আপনা আপনি জন্ম নেয়া একটি ডাট শাক ৯ ফুটের বেশী উচু হয়েছে
পাইকগাছায় আপনা আপনি জন্ম নেয়া একটি ডাট শাক ৯ ফুটের বেশী উচু হয়েছে
পাইকগাছায় জমিতে আগাছার মত আপনা আপনি জন্ম নেয় একটি ডাটা শাক ৯ ফুটের বেশী উচু হয়েছে। অবহেলায় জন্মানো ডাটা শাক গাছটি এখন সবার নজর কাড়ছে।
পাইকগাছা উপজেলার নতুন বাজারে হাট চান্নির ও রাস্তার পাশে অবহেলা অনাদরে আপনা আপনি একটি ডাট শাক জন্ম নেয়। গাছটি দ্রুত বাড়তে বাড়তে ৯ ফুটের বেশী উচু হয়েছে। যাহা এখন সকলের নজরে পড়েছে। গাছটি রাস্তার পাশে জন্মানোয় পথচারিদের দৃস্টিতে আকৃষ্ট হচ্ছে।
নতুন বাজার চান্নির টিন সেটের কোনায় দোকানদারি করেন উপজেলার মটবাটি গ্রামের এসএম সামছুর রহমান। তিনি বলেন উচু পাঁকা মেঝের গা ঘেসে একটি ডাটা শাক গাছ জন্মে বড় হতে থাকে, তার এক মাস পরে এই ডাটা শাক গাছটি জন্ম নিয়ে দ্রুত বাড়তে থাকে। প্রথম গাছটি প্রায় তিন ফুট উচু হয়েছে কিন্তু এগাছটি আরোও বড় হয়ে ঝুলে পড়লে আমি একটা বাঁশ পাশে পুতে ডাটা শাক গাছটি বেধে দেই। অল্প দিনে গাছটি টিনের চাল ছুই ছুই করছে। এখন প্রতিদিন উৎসুখ পথচারিরা দেখছে ও ছবি তুলছে।
ডাঁটাশাক লতাজাতীয় উদ্ভিদ। এই উদ্ভিদের পাতা ও কাণ্ড (ডাঁটা) শাক হিসেবে খাওয়া হয় বলে সচরাচর একে ডাঁটাশাক বলে উল্লেখ করা হয়। এর মাংসল লতা দ্রুত ১০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। ভারতীয় উপমহাদেশ ও ইন্দোচীন এদের আদি নিবাস। ডাঁটাশাকের উন্নত জাত বারি মরিচ -১, উন্নত জাতঃ বারি ডাঁটা-১, বারি ডাঁটা-২। কাণ্ডপ্রধান জাতের মধ্যে উল্লেখযোগ্য বাঁশপাতা, কাটুয়া, সুরেশ্বরী ও আমনি। কাণ্ডপ্রধান প্রজাতি গ্রীষ্মকালে বেশি জন্মে।






পাইকগাছায় হলুদ চাষে লাভবান হচ্ছেন কৃষক
কেশবপুরে ড্রাগন চাষে সাড়া ফেলেছেন তরুণ উদ্যোক্তা নান্টু সাহা
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ
অগ্নিশ্বর কলা চাষে নজর কেড়েছেন অলক বিশ্বাস
মাগুরায় ধানের দাম কম বিপাকে কৃষক
মোন্থার ঝড়ো বাতাসে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের ধান মাটিতে পড়ে ব্যাপক ক্ষতি
শ্রীপুরে ৪ হাজার ৫’শ ২০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
বিদেশ ফেরত সিদ্দিক মুন্সীর বারোমাসি সবজি চাষে ভাগ্য বদল
পেনিকেল ব্লাইট ধানের নতুন রোগ কৃষকের স্বপ্ন কুরে কুরে খাচ্ছে 