

শুক্রবার ● ৫ মে ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক
পাইকগাছায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ বছরের সাজা প্রাপ্ত এক আসামীকে আটক করেছে। আটক আসামী নজরুল ইসলাম হিরা (৪০) উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণ নগর গ্রামের মোহাম্মদ আলী গাজীর ছেলে ও একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য। টাকা পয়সা লেনদেন সংক্রান্ত আদালতে দায়ের করা এক মামলায় নজরুল ইসলাম হিরার ৩ বছরের সাজা হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার বি সার্কেল মোঃ ইব্রাহিম ও ওসি এসএম জাবীদ হাসানের নেতৃত্বে থানা পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে হিরাকে আটক করে। আটক সাজা প্রাপ্ত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার ওসি জানিয়েছেন।