সোমবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » প্রকাশিত সংবাদের প্রতিবাদে কপিলমুনি সিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
প্রকাশিত সংবাদের প্রতিবাদে কপিলমুনি সিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
![]()
কপিলমুনি,প্রতিনিধি:
সুনাম ক্ষুন্ন ও ধারাবাহিক সাফল্যে ইর্ষান্বিত হয়ে তার প্রতিপক্ষদের মদদে কিছু স্বার্থানেষী মহল সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন পত্রিকায়, যে মিথ্যা ও ভুল সংবাদ প্রকাশিত হয়েছে তার প্রতিবাদ করে কপিলমুনি সিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন কপিলমুনি জাফর আউলিয়া ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষও কপিলমুনি বাইতুচ্ছালাম জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ আ সাত্তার ।
গতকাল সোমবার দুপুর ১টায় কপিলমুনি সিটি প্রেসক্লাবে একজনার্কীণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আরো জানান,গত ১২/২/১৮ তারিখে দৈনিক লোকসমাজ পত্রিকার তৃতীয় পৃষ্ঠায় ৫ও ৬ কলামে “কপিলমুনি কেন্দ্রীয় মসজিদের মনগড়া কমিটি নিয়ে বিতর্ক” ২০/২/১৮ তারিখে “দৈনিক নওয়াপাড়া”পত্রিকায় কপিলমুনি সেই অধ্যক্ষকে খতিব পদ থেকে অব্যহতি ও ২৪/২/১৮ তারিখে সময়ের খবর পত্রিকায় কপিলমুনি বাজার মসজিদের খতিবকে অব্যহতি শিরোনামের খবরের মধ্যে বলা হয়েছে কপিলমুনি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি মাওঃ বোরহান উদ্দীন, খতিব মোঃ আঃ সাত্তারের একক ক্ষমতা প্রয়োগে ব্যাপক দুর্নীতি ও মহিলাদের সাথে তদবীরের নামে প্রতারণার অভিযোগ করে পদত্যাগ করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন ।
তিনি বলেন, আমি হাফেজ মোঃ আঃ সাত্তার(হাফেজে কুরআন এম,এম-এম,এ প্রথম শ্রেনী) সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ভাবে কপিলমুনি জাফর আউলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও কপিলমুনি বাইতুচ্ছালাম জামে মসজিদের খতিবের দায়ীত্ব পালন করে আসছি । মসজিদের কমিটি গঠন করা হয় ৫ সদস্যের উপদেষ্ঠা কমিটির মাধ্যমে । উপদেষ্ঠা কমিটির একজন সদস্য ইন্তেকাল করায় ৪ সদস্যের উপদেষ্ঠা পরিষদ বিগত ইং ২৯/১১/১৭ তারিখের সভায় সকলের সর্বসম্মতিতে ২৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় । সে সভার সভাপতি ছিলেন উক্ত মুফতি মাওঃ বোরহান উদ্দীন। তাছাড়া আমি শুধু মসজিদের খতিব মসজিদ কমিটির কেহ নই । যার কারণে এখানে দুর্নীতি করা ও প্রভাব খাটানো আমার পক্ষে কোন সূযোগ নেই । এ ছাড়া ও মহিলাদের সংগে প্রতারনার বিষয়টি সম্ভবতঃ তাদের কাছে আমার অকল্যাণকামী কোন ষড়যন্ত্রকারীর পক্ষ থেকে প্রদেয় তথ্য যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন । আমি মনে করি কিছু কুচক্রী মহল হীন ষড়য›ত্র করে আমার সম্মান নষ্ট করার জন্য সাংবাদিক বন্ধুদের কাছে মিথ্যা তথ্য দিয়ে ভুল সংবাদ প্রকাশ করিয়েছে । সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ,ডাঃ মো অজিয়ার রহমান,মাওঃ আমিনুর রহমান সিরাজী,আলহাজ্ব ঈসমাইল হোসেন,মাওঃ জয়নুল আবেদীন,মোঃ মজিবর রহমান,মাওঃ গোলজার হুসাইন, জি, এম এমদাদ মাওঃ আবুল কাশেম সিদ্দিকী প্রমূখ ।






পাইকগাছায় মেয়ে ও মাকে নির্মমভাবে মারধর; থানায় অভিযোগ
পাইকগাছা পৌর সদরে কাঠ পুড়িয়ে চিংড়ি শুকানোর ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী
পাইকগাছার দুই ডাকাত কেশবপুরে আটক; থানায় মামলা
মাগুরায় সালিশি বৈঠককে কেন্দ্র করে হাতুড়ি পেটায় এক ব্যক্তি নিহত
মাগুরায় ভেজাল শিশু খাদ্য জব্দ ; দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা
মাগুরায় মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে জখম
পাইকগাছায় স্কুল ছাত্রী গনধর্ষনের শিকার থানায় মামলা; গ্রেফতার-১
আবারও পাইকগাছায় নদী থেকে লাশ উদ্ধার
পাইকগাছার নদ-নদী থেকে একের পর এক লাশ উদ্ধারের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়াচ্ছে
পাইকগাছায় নদী থেকে লাশ উদ্ধার 