সোমবার ● ১৬ জুন ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
মাগুরায় ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

মাগুরা প্রতিনিধি : ২৪ জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুথানে স্বৈরাচার আওয়ামীলীগ সরকার পতনের আন্দোলনে মাগুরায় শহীদ ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বী হত্যার খুনিদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
সোমবার সকাল ১১ টায় বিক্ষোভ মিছিলটি সরকারি হোসেন শহীদ সোহারাওয়র্দী কলেজের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ আদালতের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম ও মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম।
সমাবেশে বক্তরা বলেন, মেহেদী হাসান রাব্বী দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তার খুনিরা এখনো প্রকাশ্যে ঘোরাফেরা করছে। প্রশাসন নিরব ভূমিকা পালন করেছে। এ সময় বক্তরা শহীদ রাব্বীর খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।
উল্লেখ্য, জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বী গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার সরকার পতনের মিছিলে শহরের ঢাকা রোড ব্রিজের উপর গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। এ ঘটনায় গত ১৩ আগস্ট শহীদ রাব্বীর ভাই ইউনুস আলী মাগুরা সদর থানায় একটি হত্য মামলা দায়ের করেন। শহীদ মেহেদী হাসান রাব্বী শহরের বরুনাতৈল গ্রামের মৃত ময়েন উদ্দিন বিশ্বাসের ছেলে।






লোহাগড়ায় ফসলি জমি দখল করে মাটি ভরাট, বাঁধ নির্মাণ ও খননের অভিযোগ
মাগুরায় ভোটকেন্দ্রে বসানো সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
মাগুরায় ড্রিম মাশরুম সেন্টারের নামে বানোয়াট ও মিথ্যা প্রতিবেদনের বিষয়ে সংবাদ সম্মেলন
পাইকগাছায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় অগ্নিকাণ্ডে কলেজ কর্মচারীর বসতঘর পুড়ে ভস্মীভূত ; দুটি পশু দগ্ধ
পাইকগাছায় বিশেষ কম্বিং অপারেশনে অবৈধ নেটজাল জব্দ ও বিনষ্ট
নড়াইলে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও ৮০০ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেফতার ৪
পাইকগাছায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
তালায় খেয়া থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া রবিউলের লাশ উদ্ধার 