মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী
পাইকগাছায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী
গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে পাইকগাছায় রচনা, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সমন্বিত জেলা কার্যালয় খুলনা, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে এসকল কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সভাপতিত্ব করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি অবসর প্রাপ্ত সহকারী অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, দুদক খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আশিকুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ। রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় ১৬টা মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। এসময় বিচারক হিসেবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান ও অব. শিক্ষক সুখদেব মন্ডল। এসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওহাব, পাইকগাছা কমিটির সাধারণ সম্পাদক অব. অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, সহ-সভাপতি রহিমা আক্তার শম্পা, নিজাম উদ্দিন, সদস্য পূর্ণ চন্দ্র মন্ডল, জামিনুর ইসলাম, কবিন্দ্র রায় সহ ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিয়োগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিতর্ক প্রতিযোগিতায় ফাইনালে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের মধ্যে প্রতিযোগিতায় কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিতর্ক ও রচনা প্রতিযোগিদের মধ্যে মধ্যে পুরস্কার হিসেবে সনদ, ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন।






পাইকগাছায় কৈশোর কার্যক্রম ও উপজেলা দিবস উদযাপন
শ্যামনগরে পরিবারে আয় বাড়াতে ও পুষ্টির চাহিদা পূরণে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
নড়াইলে কিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
পাইকগাছায় পুলিশ সুপারের মতবিনিময় ও সুধী সমাবেশ
উপকূলীয় পাইকগাছায় সিটিসিআরপি সড়কে বদলাচ্ছে যোগাযোগ ব্যবস্থা
মাগুরায় এলপিজি ব্যবসায়ী সমিতির মানববন্ধন
পাইকগাছায় নবাগত সিভিল জজ হযরত আলী’র যোগদান পরবর্তীতে মিট টুগেদার
তীব্র শীতে প্রাণীকুলের নাবিশ্বাস অবস্থা
পাইকগাছায় এনজিও বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় জাতীয় সমাজসেবা দিবস পালিত 