

মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » মাগুরায় শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান
মাগুরায় শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান
মাগুরা প্রতিনিধি : সংস্কৃতি চর্চায় গড়ব দেশ আমরাই এ স্লোগান নিয়ে মাগুরায় মঙ্গলবার সকাল ১১ টায় সদরের চাউলিয়া ইউনিয়নের বুজরুক শ্রীকুন্ডী এম এ হামিদ মাধ্যমিক বিদ্যালয় হল রুমে শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। জেলার অন্যতম সাংস্কৃতিক সংগঠন লোকসংস্কৃতি কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপতি মোহন সরকার, অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজ, লোকসংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি শুকুর আল মামুন, সাধারণ সম্পাদক এম কিউ জামান বিপ্লব, বুজরুক শ্রীকুন্ডী এম এ হামিদ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হরিচাঁদ বিশ্বাস ও নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
মাগুরা লোক সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি শুকুর আল মামুন বলেন, বাংলাদেশ থেকে লোকসংস্কৃতি হারিয়ে যাচ্ছে। লোকসংস্কৃতির চর্চা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে আমরা বিভিন্ন স্থানে সচেতনতামূলক সংগীত পরিবেশন করছি। এরই আলোকে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সচেতন করতে নানামুখী শিক্ষামূলক গান পরিবেশনের আয়োজন করেছি। আমাদের সংগঠন থেকে এ সচেতনতামূলক শিক্ষামূলক গান অব্যাহত থাকবে।