বুধবার ● ৫ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় রাস পূর্ণিমায় পূণ্যস্নান অনুষ্ঠিত
পাইকগাছায় রাস পূর্ণিমায় পূণ্যস্নান অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলার শিববাটিস্থ রাস মন্দিরে হাজারো পূণ্যার্থীদের আগমনে শ্রীশ্রী রাধাকৃষ্ণের রাস যাত্রা ও রাস পূর্ণিমার পূণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শিববাটি রাস মন্দির অঙ্গণে পৌরসভাস্থ ৬ টি মন্দির আয়োজনে রাস উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ী, বাতিখালী হরিতলা পূজা মন্দির, বাজার সার্বজনীন পূজা মন্দির, শিববাটি পূজা মন্দির, শিববাটি পূর্বপাড়া পূজা মন্দির ও সরল গোপালপুর দাশপাড়া পূজা মন্দিরের যৌথ উদ্যোগে শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাস যাত্রা ও রাস পূর্ণিমা উপলক্ষ্যে রাস উৎসবে সভাপতিত্বে করেন,রাস মেলা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কুমার সরদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা। বিশেষ অতিথি ছিলেন, হিন্দু বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা কমিটির সহ-সভাপতি অ্যাড.অজিত কুমার মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সাবেক কাউন্সিলর এস এম তৈয়বুর রহমান, আসমা আহমেদ, রবিশঙ্কর মন্ডল, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালী বাড়ি সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, এস আই আতাউর, মেহেদী, অলোক, পূজা উদযাপন পরিষদের পৌর সভাপতি বাবুরাম মন্ডল, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, জেলা বাস মালিক সমিতির সহ-সভাপতি অমরেশ মন্ডল। রাস কমিটির সাধারণ সম্পাদক হিরেন্দ্রনাথ সানা ও মৃত্যুঞ্জয় সরদারের সঞ্চালনায় এসময় কমল মন্ডল, অজিত মন্ডল, সুভাষ চন্দ্র মন্ডল, শ্যামপদ বৈদ্য, সাংবাদিক বি. সরকার, পূর্ণ চন্দ্র মন্ডল, মৃণাল সানা, বিজন মন্ডল, বিভূতি সানা, বিরাজ মন্ডল, দিপক সরদার, বিকাশ সরদারসহ অনেকে উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার কাঠামারী বাজার রাস মেলা কমিটির আয়োজনে কাঠামারি বাজার ও হানি বাজার সংলগ্ন গুনোখালি নদীতে পূণ্য স্নান অনুষ্ঠিত হয়েছে।






পাইকগাছা উপজেলা পরিষদের শিশু পার্কের সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন
পাইকগাছায় আড়ম্বরপূর্ণ ভাবে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত
সোমবার শুরু হচ্ছে ক্যাতায়নী উৎসব, চলছে বর্ণিল প্রস্তুতি
মাগুরায় নজরুল সংগীত এবং উচ্চাঙ্গ সংগীত প্রশিক্ষনের সমাপনী
নতুন কুঁড়িতে পাইকগাছার মেয়ে হৃদিষা রায় বৃন্দা চূড়ান্ত পর্বে উত্তীর্ণ
পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত
লালনের আদর্শে অন্যায় ও অবিচারমুক্ত জীবন ধারণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
মাগুরায় লালন সাইয়ের তিরোধান দিবসে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
যশোরে সাংস্কৃতিক সংগঠন, সংস্কৃতিকর্মী, লেখক-কবি ও সাহিত্যিকদের সাথে মতবিনিময় সভা 