সোমবার ● ২৭ আগস্ট ২০১৮
প্রথম পাতা » বিবিধ » নড়াইলে তরুণ লেখক পরিষদের সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে তরুণ লেখক পরিষদের সমাবেশ অনুষ্ঠিত

ফরহাদ খান, নড়াইল ।
বাংলাদেশ তরুণ লেখক পরিষদ নড়াইল জেলা শাখার আয়োজনে দিনব্যাপী কবি-সাহিত্যিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় মনিকাবাংলা একাডেমি কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। তরুণ লেখক পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি হৃদয় হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম। প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আশিকুল কায়েস।
বিশেষ অতিথি ছিলেন তরুণ লেখক পরিষদ জেলা শাখার উপদেষ্টা চন্ডিবরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সহকারী অধ্যাপক বেলাল সানি, মলয় কান্তি মজুমদার, প্রভাষক মঞ্জুরুল হক নিউটন, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মনিকাবাংলা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্র ও কণ্ঠশিল্পী এম সবুজ সুলতান, কবি মিঠুন কুমার বিশ্বাস, মাগুরা জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম ফরিদী এবং বাংলাদেশ বেতারের ক্রীড়া ধারাভাষ্যকার শম্ভু মৈত্র।

এছাড়া তরুণ লেখক পরিষদ নড়াইল জেলা শাখার জেলা শাখার সহ-সভাপতি সৈয়দা তরিকা সুলতানা লতা, সহ-সাংগঠনিক সম্পাদক কবি দ্বিজেন্দ্র লাল রায়, কলেজ বিষয়ক সম্পাদক ও সদর উপজেলার সদস্য সচিব হাদিউজ্জামান হৃদয়, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারজিন আহমেদ, সহ-প্রচার সম্পাদক মেহেদী হাসান সৌরভ, সদর উপজেলা শাখার যুগ্মআহবায়ক মিলন বিশ্বাস তন্ময়, সদস্য রাজিয়া আক্তার মিতু মনি, বিজন বিশ্বাস, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার আহবায়ক মোছাব্বির হোসেন মোরাদ, যুগ্মআহবায়ক মিঠুন চক্রবর্তী, লোহাগড়া উপজেলা শাখার আহবায়ক কবি মোক্তার হোসেন, উপদেষ্টা রেজাউল ইসলাম, যুগ্মআহবায়ক কবি কামনা ইসলাম, সদস্য কবি রমজান আল সিয়াম, মাগুরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবি সাদিয়া জাহান, অগ্নিবীণা নড়াইল জেলা শাখার সভাপতি কবি মাহবুবুর রহমান মিঠু, কবি আবু বক্কারসহ বিভিন্ন এলাকার কবি-সাহিত্যিকেরা। সমাবেশে স্বরচিত কবিতাপাঠ ও গান পরিবেশন করেন কবি এবং শিল্পীরা। এছাড়া তরুণ লেখক পরিষদের পক্ষ থেকে কবি-সাহিত্যিকদের অভিনন্দনপত্র প্রদান করা হয়।






১২০কোটি টাকা ব্যয়ে পাইকগাছায় কড়ুলিয়া সেতু’র প্রায় ৬০ ভাগ কাজের অগ্রগতি
মাগুরায় শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নেতৃবৃন্দের নামে অপপ্রচার,মন্দিরের রান্না ঘর দখল চেষ্টায় নগর পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ
নড়াইল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক, সম্পাদক লাবলু
ঢাকাস্থ আশাশুনি উপজেলা সমিতির প্রথম ইফতার মাহফিল অনুষ্ঠিত
আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত
মাগুরা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণ সম্পন্ন
আশাশুনির চাপড়া বেড়ী বাঁধে আবারও ভয়াবহ ভাঙ্গন, আতঙ্কিত এলাকাবাসি
বিভাগীয় ও জেলা পর্যায়ে বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড -২০২৪ পেলেন নড়াইলের সতেজ 