শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ন ১৪৩২

SW News24
বৃহস্পতিবার ● ১৪ মার্চ ২০২৪
প্রথম পাতা » খেলা » সন্তান প্রসবের পর মারা গেলেন সাফজয়ী নারী ফুটবলার রাজিয়া
প্রথম পাতা » খেলা » সন্তান প্রসবের পর মারা গেলেন সাফজয়ী নারী ফুটবলার রাজিয়া
২০৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৪ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সন্তান প্রসবের পর মারা গেলেন সাফজয়ী নারী ফুটবলার রাজিয়া

--- এক সময় বয়সভিত্তিক দলে নিয়মিত ছিলেন রাজিয়া খাতুন। বাফুফের ক্যাম্প থেকে বাদ পড়েছেন বছর চারেক আগে। এরপর ঘরোয়া লিগ খেলেছেন। নারী ফুটবলের সেই পরিচিত মুখ রাজিয়া আর নেই। প্রসবকালীন জটিলতায়  ১৪ মার্চ বৃহস্পতিবার ভোরে পৃথিবী ছেড়েছেন তিনি। তার সতীর্থ ফুটবলার ও ফুটবলসংশ্লিষ্টরা বিষয়টি নিশ্চিত করেছেন।


ফুটবলসংশ্লিষ্ট বিভিন্ন মাধ্যমে জানা গেছে, গতকাল (বুধবার) রাতে রাজিয়া সন্তান প্রসব করেন। সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ হয় তার। সেই রক্তক্ষরণেই প্রাণ হারিয়েছেন রাজিয়া। রাজিয়ার মৃত্যুতে দেশের ফুটবলে নেমে এসেছে গভীর শোক।

বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন গোলাম রব্বানী ছোটন। তাই রাজিয়াকে খুব কাছ থেকেই চেনেন দেশের নামী এই কোচ। রাজিয়ার মৃত্যুর খবরে স্মৃতিচারণ করে ছোটন বলেন, ‘২০১৭ সালে থাইল্যান্ডে এএফসি অ-১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে রাজিয়া খেলেছিল। পরের বছর সাফ অ-১৮ ভুটানের চ্যাম্পিয়ন দলেও ছিল। সিনিয়র দলে ক্যাম্পও করেছে কিছু দিন। পারফরম্যান্স অবনতির জন্য ২০১৯ সালের দিকে ক্যাম্প থেকে বাদ পড়ে।’

রাজিয়ার আকস্মিক মৃত্যুতে খুবই ব্যথিত জাতীয় দলের নিয়মিত মুখ সানজিদা আক্তার। ইস্টবেঙ্গলের হয়ে খেলতে এখন আছেন ভারতে। সেখান থেকেই ব্যথিত কন্ঠে বলেন, ‘আমাদের ক্যারিয়ার একই সময়েই শুরু মূলত। ক্যাম্প থেকে বাদ পড়ার পর ও লিগ খেলেছে এবং পরবর্তীতে বিয়ে করেছে। বাচ্চা হওয়ার মুহূর্তে ও মারা গেছে শুনে খুবই খারাপ লাগছে। আমরা একজন বন্ধু হারালাম।’

বাংলাদেশের নারী ফুটবলের প্রেক্ষাপটে বাফুফের ক্যাম্প থেকে বাদ পড়ার পর আবার ফিরে আসা কঠিন। লিগ অনিয়মিত এবং এত দিন ফিটনেস ধরে রাখাও কষ্ট। ক্যাম্প থেকে বাদ পড়ার পরেও ফুটবলের সঙ্গে ছিল। এফসি ব্রাহ্মণবাড়িয়া ও কাচারিপাড়া দুই দলে গত দুই লিগ খেলেছিলেন রাজিয়া। এফসি ব্রাহ্মণবাড়িয়া দলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জুবায়ের বলেন, ‘এক মৌসুম আগের লিগে আমাদের দলে খেলেছে রাজিয়া। সাতক্ষীরায় তার বাড়ি। আমাদের সাবেক খেলোয়াড়ের প্রসবকালীন মৃত্যুতে আমরা খুবই ব্যথিত। ’

২০০১ সালের ২৫ জানুয়ারি জন্ম নেয়া রাজিয়া বাংলাদেশের নারী ফুটবলের উত্থানের শুরুর দিকের একজন। এএফসি অ-১৪ রিজিওনাল ( সেন্ট্রাল ও দক্ষিণ এশিয়া) চ্যাম্পিয়নশিপে ২০১৩ ও ১৫ সালে চ্যাম্পিয়ন দলে ছিলেন তিনি৷ এরপর অ-১৬ ও অ-১৯ দলেও খেলেছেন৷





খেলা এর আরও খবর

পাইকগাছা-কয়রার খেলোয়াড়রা আগামীতে জাতীয় দলে প্রতিনিধিত্ব করবে: এমপি প্রার্থী বাপ্পি পাইকগাছা-কয়রার খেলোয়াড়রা আগামীতে জাতীয় দলে প্রতিনিধিত্ব করবে: এমপি প্রার্থী বাপ্পি
জুলাই শহীদ স্মৃতি মাগুরা ১ম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন; ভায়না ক্রিকেট একাডেমী জয়ী জুলাই শহীদ স্মৃতি মাগুরা ১ম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন; ভায়না ক্রিকেট একাডেমী জয়ী
মাগুরায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের ক্রীড়া  প্রতিযোগিতা সম্পন্ন মাগুরায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
জাতীয় চ্যাম্পিয়নশিপ  ফুটবল ম্যাচে যশোর জেলা  বিজয়ী জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল ম্যাচে যশোর জেলা বিজয়ী
পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে ঘোড়া গরুর মল ; বিঘ্নিত হচ্ছে খেলার পরিবেশ পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে ঘোড়া গরুর মল ; বিঘ্নিত হচ্ছে খেলার পরিবেশ
নড়াইলের কালিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ৩২ দলীয় হা-ডু-ডু খেলার উদ্বোধন নড়াইলের কালিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ৩২ দলীয় হা-ডু-ডু খেলার উদ্বোধন
পাইকগাছায় দুর্গাপূজায় কড়ুলিয়া নদীতে নৌকা বাইচ পাইকগাছায় দুর্গাপূজায় কড়ুলিয়া নদীতে নৌকা বাইচ
খুলনায় জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল এর শুভ উদ্বোধন খুলনায় জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল এর শুভ উদ্বোধন
মাগুরায় আন্ত : প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় আন্ত : প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পাইকগাছায় ইউএনও ফুটবল ও ভলিবল উভয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কর্মকর্তা একাদশ পাইকগাছায় ইউএনও ফুটবল ও ভলিবল উভয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কর্মকর্তা একাদশ

আর্কাইভ